বাংলারজমিন

কুমিল্লা-৭ আসনের উপনির্বাচন

৩ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে

১৫ সেপ্টেম্বর ২০২১, বুধবার, ৯:০৬ অপরাহ্ন

কুমিল্লা-৭ চান্দিনা সংসদীয় আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীসহ আরও দুই দলীয় প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা হয়েছে। এ সময় এক প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। গতকাল কুমিল্লা আঞ্চলিক নির্বাচন অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ তথ্য নিশ্চিত করেন রিটার্নিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার। তিনি জানান, কুমিল্লা-৭ চান্দিনা আসনের উপ-নির্বাচনে ১৩ই সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দেয়ার শেষদিন পর্যন্ত ৪ জন প্রার্থী জমা দেন। এর মধ্যে প্রয়োজনীয়সংখ্যক ভোটার স্বাক্ষর না থাকা এবং হলফনামা যথাযথ না হওয়ায় একমাত্র স্বতন্ত্র প্রার্থী মাও. ছালেহছিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। বর্তমানে তিনজন বৈধ প্রার্থী হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী লুৎফর রেজা খোকন এবং বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) প্রার্থী মনিরুল ইসলাম।
প্রসঙ্গত, ৩০শে জুলাই ওই আসন থেকে পাঁচবার নির্বাচিত সংসদ সদস্য সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফের মৃত্যুতে আসনটি শূন্য হয়। আগামী ৭ই অক্টোবর ভোটগ্রহণের দিন ধার্য করে ২রা সেপ্টেম্বর নির্বাচনী তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status