বাংলারজমিন

সংবাদ সম্মেলন

সিলেটে বনলতা গৃহ সমিতির আড়ালে ভূমি দখলের পাঁয়তারা

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

২০২১-০৯-১৫

সিলেট নগরের মাছিমপুরে সরকারি অধিগ্রহণের কারণে পূর্ববর্তী মালিকরা জমি হারিয়ে যেখানে ভূমিহীন হয়েছেন, সেই ভূমিরই পতিত পড়ে থাকা অংশের কাগজপত্র তামাদি করে বনলতা গৃহ নির্মাণ সমবায় সমিতি নামের একটি ভূমিখেকো চক্রকে প্রদানের সুযোগ করে দেয়া হচ্ছে। মঙ্গলবার সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেছেন মাছিমপুরের মরহুম বশির মিয়ার ছেলে সাহেদ আহমদ। তিনি দাবি করেন, সাদিপুর দ্বিতীয় খ- মৌজায় তাদের মৌরশী বসতভিটা বিভিন্ন সময়ে সরকার অধিগ্রহণ করে। পরবর্তীতে এসব জমির বেশিরভাগই পতিত অবস্থায় পড়ে থাকে। এজন্য তারা জমি বন্দোবস্ত পাওয়ার আবেদন করেও পাননি। শুধু তাই নয়, তারা অধিগ্রহণকৃত জমির ষোলআনা ক্ষতিপূরণও পাননি।’ লিখিত বক্তব্যে সাহেদ বলেন, ‘তারা জমি বন্দোবস্ত পাওয়ার জন্য বিভিন্ন দপ্তরে আবেদন করেও কোন ফলাফল পাননি। পরে হাইকোর্টে যান, হাইকোর্ট তাদের পক্ষে আদেশ দিলেও এ আদেশের বাস্তবায়ন হচ্ছে না। মূলত, বনলতা গৃহ নির্মাণ সমবায় সমিতির নামে ভুয়া একটি ভূমিখেকো চক্র দীর্ঘদিন ধরে সরকারকে ভুল বুঝিয়ে তাদের মৌরশী সম্পত্তি গিলে খাওয়ার চেষ্টা করে যাচ্ছে, আর এ কারণে তারা ন্যায্য পাওনা জমি বন্দোবস্ত পাচ্ছেন না।’ লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘১৯১২-১৩ সালের এলএ কেইছমূলে তাদের কৃষি জমি সরকার অধিগ্রহণ করার পর মাত্র দুই তিন বছর ব্যবহার করার পর ফেলে রেখে দেয়। বর্তমানে জমিগুলো পতিত অবস্থায় আছে। একই ভাবে শাহজালাল সেতু নির্মাণের জন্য ১৯৮১-৮২ সালেও তাদের বসতভিটা অধিগ্রহণ করা হয়েছে। সেই জমির অর্ধেক এখনো পতিত অবস্থায় পড়ে রয়েছে। তখন থেকেই ভূমিহীন-গৃহহীন অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন তারা। তাদের নিজস্ব জমিজমা থাকার পরেও ভাড়া বাসায় থাকতে হচ্ছে।’
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status