বাংলারজমিন

পাকুন্দিয়ায় আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে

১৫ সেপ্টেম্বর ২০২১, বুধবার, ৮:৫৪ অপরাহ্ন

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উপজেলা আওয়ামী লীগের নবগঠিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ সমর্থক নেতাকর্মীরা। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের গেট থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। বিক্ষোভ মিছিলটি পৌরসদর বাজার প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি বাবুল আহমেদের সঞ্চালনায় সমাবেশে নারান্দী ইউপি চেয়ারম্যান সাবেক ভিপি শফিকুল ইসলাম, বুরুদিয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা রুবেল, হোসেন্দী ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান হামদু, উপজেলা যুবলীগের আহ্বায়ক সাবেক ভিপি হেলাল উদ্দিন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি নাজমুল হক দেওয়ান, সাবেক পৌর কাউন্সিলর নজরুল ইসলাম আকন্দ, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, উপজেলা যুবলীগের সদস্য এনামুল হাসান রাজীব, সাবেক ছাত্রনেতা আমজাদ হোসেন সবুজ, ছাত্রলীগ নেতা সাকিবুল হাসান মুন্না প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা বিতর্কিত ব্যক্তিকে আহ্বায়ক করে এবং বিএনপি-জামাতের লোকদের নিয়ে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে উল্লেখ করে বিতর্কিত এ আহ্বায়ক কমিটি বাতিলের দাবি জানান। কর্মসূচিতে অন্যদের মধ্যে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুুক্তিযোদ্ধা মেছবাহ উদ্দিন, এডভোকেট জাহাঙ্গীর আলম শওকত, জাঙ্গালিয়া ইউপি চেয়ারম্যান সরকার শামীম আহমেদ, আওয়ামী লীগ নেতা বিল্লাল হোসেন, নূরুজ্জামান বাবু প্রমুখসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, গত ৯ই সেপ্টেম্বর কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সাবেক সংসদ সদস্য এাডভোকেট মো. সোহ্‌রাব উদ্দিনকে আহ্বায়ক করে ৬৭ সদস্যবিশিষ্ট পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে জেলা আওয়ামী লীগ। এর আগে গত ২২ জুলাই জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির এক সভায় সর্বসম্মতিক্রমে এডভোকেট মো. সোহ্‌রাব উদ্দিনকে আহ্বায়ক নির্বাচিত করে এক সদস্যের কমিটি ঘোষণা করা হয়। এতে ক্ষুব্ধ হন বর্তমান সংসদ সদস্য নূর মোহাম্মদ সমর্থকরা। তখন বেশ কিছুদিন আহ্বায়ক পদ থেকে সোহ্‌রাব উদ্দিনের অব্যাহতি এবং দলের ত্যাগী কাউকে আহ্বায়কের দায়িত্ব দেয়ার দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশের মতো বিভিন্ন কর্মসূচি পালন করেন তারা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status