বাংলারজমিন

শিক্ষার্থীদের পদচারণায় মুখর মমেক ক্যাম্পাস

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ থেকে

২০২১-০৯-১৫

করোনাভাইরাসের কারণে দীর্ঘ দেড় বছরের বেশি সময় বন্ধ থাকার পর শিক্ষার্থীদের শতভাগ ভ্যাকসিনের আওতায় এনে ময়মনসিংহ মেডিকেল কলেজে (মমেক) ক্লাস-পরীক্ষা শুরু হয়েছে। গত সোমবার প্রথম দিনে দ্বিতীয় ও পঞ্চম বর্ষের শিক্ষার্থীরা ক্লাসে অংশগ্রহণ করেছেন। এ ছাড়াও এমবিএস ফাইনাল ও পোস্ট গ্র্যাজুয়েশন কোর্সের পরীক্ষাও হয়েছে। অধ্যক্ষ চিত্তরঞ্জন দেবনাথ বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে সকাল থেকে ম-৫৪, ৫৭ ও ৫৮ ব্যাচের শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছে। প্রতিটি ব্যাচের শিক্ষার্থী রয়েছে ২২০ থেকে ২৩০ জন। প্রত্যেক শিক্ষার্থীর মাস্ক পরা নিশ্চিত করা হয়েছে। এ ছাড়া তাপমাত্রা দেখা হয়েছে। প্রতি বেঞ্চে দুইজন করে শিক্ষার্থী বসানো হয়েছে। তিনি আরও বলেন, পর্যায়ক্রমে সব বর্ষের ক্লাস শুরু হবে। দীর্ঘদিন পর ক্লাসে ফিরতে পেরে দারুণ খুশি শিক্ষার্থীরা। শিক্ষার্থী শামীমা শাম্মী বলেন, অনেকদিন পর আবার সবার সঙ্গে সামনাসামনি কথা হলো। যা অন্যরকম এক অনুভূতি তৈরি করেছে। এতদিন সশরীরে ক্লাস বন্ধ থাকায় লেখাপড়ার বেশ ক্ষতি হয়েছে। এখন প্রচুর পরিশ্রম করে সেটা পুষিয়ে নিতে পারবো বলে আশা রাখি।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status