বাংলারজমিন
করোনায় জনসচেতনতা সৃষ্টিতে রংপুরে গণতন্ত্রী পার্টির কর্মসূচি অব্যাহত
স্টাফ রিপোর্টার, রংপুর থেকে
২০২১-০৯-১৫
স্বাস্থ্যবিধি মেনে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে রংপুরে গণতন্ত্রী পার্টির মাস্ক বিতরণ কর্মসূচি অব্যাহত রয়েছে। গতকাল স্টেশন রোডস্থ সিটি বাজারের সামনে দলীয় কার্যালয়ে শ্রমজীবী, পথচারী ও নিম্নবিত্তদের মাঝে মাস্ক বিতরণ করেন, গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য, রংপুর জেলা সভাপতি আরশাদ হারুন। এ সময় উপস্থিত ছিলেন, গণতন্ত্রী পার্টি জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক জাভেদ ইকবাল, শহর সম্পাদক আবুল কালাম আজাদ মুকুল, জেলা কমিটির সদস্য মো. সোলায়মান আলী, রফিকুল ইসলাম, চেতনা নাট্য গোষ্ঠীর সভাপতি রেজা আহমেদ, শীলা মনসুরসহ অন্যরা। গণতন্ত্রী পার্টির এ কর্মসূচি আগামী এক মাস পর্যন্ত অব্যাহত থাকবে বলে দলীয় নেতাকর্মীরা জানান। এ সময় পার্টির নেতা আরশাদ হারুন বলেন, করোনা ঝুঁকিতে বাংলাদেশ ডেঞ্জার পয়েন্টে রয়েছে। তাই ঝুঁকি এড়াতে সকলকে সচেতন হয়ে কাজ করতে হবে। উল্লেখ্য, ইতিপূর্বে গণতন্ত্রী পার্টির উদ্যোগে করোনাকালে হতদরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।