খেলা

লম্বা সময়ের জন্য মাঠের বাইরে বেল-ব্র্যাথওয়েট

স্পোর্টস ডেস্ক

১৫ সেপ্টেম্বর ২০২১, বুধবার, ৭:৪৯ অপরাহ্ন

কার্লো আনচেলত্তি আবারো রিয়াল মাদ্রিদের দায়িত্ব নেয়ার পর নিয়মিত খেলার সুযোগ পাচ্ছিলেন গ্যারেথ বেল। ক্যারিয়ারে ‘নতুন’ শুরুর আগেই বড় ধাক্কা খেলেন ওয়েলস তারকা। ইনজুরির কারণে লম্বা সময় মাঠের বাইরে কাটাতে হতে পারে ৩২ বছর বয়সী এই উইঙ্গারকে। বার্সেলোনার আক্রমণভাগে আগে থেকেই ছিল চোটের থাবা। এবার সেখানে যুক্ত হয়েছেন মার্টিন ব্র্যাথওয়েট। হাঁটুর ইনজুরির কারণে চার মাসের জন্য মাঠের বাইরে চলে গেছেন ডেনিশ স্ট্রাইকার।
গত শনিবার সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালের অনুশীলনের সময় চোট পান বেল। পরীক্ষার পর জানা গেছে, দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হতে পারে ৩২ বছর বয়সী তারকাকে। অনুশীলনে চোট পাওয়ার পর তার ডান ঊরুতে ব্যান্ডেজ বাঁধা ছবি ছড়িয়ে পড়েছিল। চোটের কারণে রোববার রাতে সেল্তা ভিগোর বিপক্ষে খেলতেও পারেননি বেল। পরবর্তী আন্তর্জাতিক বিরতির আগে ব্যস্ত সূচি রিয়ালের। এমন সময় বেলকে হারানো স্পেনের সফলতম দলটির জন্য বড় ধাক্কা। বেলকে চোট ভোগাচ্ছে অনেকদিন ধরেই। গত মৌসুমে টটেনহ্যাম হটস্পারে ধারে খেলার সময় তিনবার চোটে আক্রান্ত হন রিয়ালের হয়ে চারটি চ্যাম্পিয়নস লীগ জেতা এই তারকা। যার মধ্যে হাঁটুর সমস্যা নিয়ে ৪০ দিন, অসুস্থতার কারণে ১০ দিন এবং পেশির আরেক চোটে ১৮ দিন মাঠের বাইরে ছিলেন।
ব্র্যাথওয়েটের চোট দুর্ভাবনায় ফেলেছে বার্সেলোনা কোচ রোনাল্ড কোম্যানকে। কেননা আগেই থেকেই ইনজুরিতে রয়েছে সার্জিও আগুয়েরো, আনসু ফাতি ও উসমান ডেম্বেলে। লিওনেল মেসি ক্লাব ছেড়েছেন। আঁতোয়ান গ্রিজম্যান ফিরে গেছেন অ্যাটলেটিকো মাদ্রিদে। কোম্যানের হাতে রয়েছেন মাত্র তিন ফরোয়ার্ড। মেম্ফিস ডিপাই, তরুণ তারকা ইউসুফ দেমির ও নতুন আসা লুক ডি ইয়ং।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status