বিশ্বজমিন
আফগানিস্তান: ১০০ কোটি ডলার সহায়তার প্রতিশ্রুতি দাতাদের
মানবজমিন ডেস্ক
২০২১-০৯-১৪
আফগানিস্তানের দরিদ্র মানুষদের সাহায্য করতে ১ বিলিয়ন ডলারেরও বেশি অর্থ সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে দাতাগোষ্ঠী। দেশটিতে কট্টরপন্থী গোষ্ঠী তালেবান ক্ষমতায় আসার পরই বিদেশি দাতারা অর্থ প্রদান বন্ধ করে দিয়েছে। তাদের আশঙ্কা এই অর্থ আফগানিস্তানে প্রবেশ করলে তা সন্ত্রাসবাদে ব্যবহৃত হবে। কিন্তু বিদেশি সাহায্য বন্ধ হয়ে যাওয়ায় দেশটিতে দারিদ্র্য এবং ক্ষুধা বৃদ্ধি পেয়েছে। এই অবস্থায় দেশটির দরিদ্র জনগোষ্ঠীকে সহায়তার জন্য সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের উদ্যোগে সোমবার একটি সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানেই আফগানদের ১ বিলিয়নেরও বেশি অর্থ দেয়ার প্রতিশ্রুতি দেন দাতারা। এর আগে জাতিসংঘ আফগানিস্তানের মানবিক সংকট কাটাতে ৬০ কোটি ডলার প্রয়োজন বলে জানিয়েছিল।