বাংলারজমিন

পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির অনুমোদন

স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে

১৪ সেপ্টেম্বর ২০২১, মঙ্গলবার, ৮:৫৯ অপরাহ্ন

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের ৬৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়া হয়েছে। কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো. কামরুল আহসান শাহজাহান ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এমএ আফজল গত ৯ই সেপ্টেম্বর এ আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছেন। গত ২২শে জুলাই জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির এক সভায় সর্বসম্মতিক্রমে এডভোকেট মো. সোহ্‌রাব উদ্দিনকে আহ্বায়ক নির্বাচিত করে এক সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। পরবর্তীতে গত ২৮শে জুলাই জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এক চিঠির মাধ্যমে এডভোকেট মো. সোহ্‌রাব উদ্দিনকে পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন এবং কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে আলোচনার মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক সদস্যদের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি গঠন করার জন্য অনুরোধ জানানো হয়। এর আলোকে গত ৯ই সেপ্টেম্বর পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের ৬৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে জেলা আওয়ামী লীগ। কমিটিতে তিনজনকে যুগ্মআহ্বায়ক করা হয়েছে। তারা হলেন, বুরুদিয়া ইউপির সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. মাহাবুবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মো. সামছুদ্দোহা এবং জেলা যুবলীগের সদস্য, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ও সাবেক ভিপি মো. ফরিদ উদ্দিন। কমিটির সদস্য হিসেবে রয়েছেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা একেএম ফজলুল হক বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট হুমায়ুন কবির, সাবেক প্রচার সম্পাদক মো. মতিউর রহমান মতি, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মুজিবুর রহমান, ডা. আবদুস সামাদ, বীর মুক্তিযোদ্ধা মো. ইউনুস আলী রংগু মিয়া, পাটুয়াভাঙ্গা ইউপি চেয়ারম্যান মো. শাহাবুদ্দিন, চণ্ডিপাশা ইউপি চেয়ারম্যান মো. সামসুদ্দীন, নারান্দী ইউপি চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম, জেলা শ্রমিক লীগের উপদেষ্টা আতাউল্লাহ সিদ্দিক মাসুদ, মো. কেরামত আলী, মো. আবদুল
মোতালিব, মো. আজিজুল হক তোতা, মো. মজিবুর রহমান আকন্দ, মো. শাহাব উদ্দিন, ডা. মো. ইব্রাহিম, মো. এনামুল হক মন্টু, মো. মতিউর রহমান, মো. আকরাম হোসেন ভূঁইয়া কাঞ্চন, মো. রফিকুল ইসলাম রবি, মো. মোস্তফা কামাল আকন্দ, মো. আবদুস ছাত্তার, মো. আবদুল হাকিম, একেএম দিদারুল হক দিদার, মো. হাদিউল ইসলাম হাদী, মো. মকবুল হোসেন, মো. জসিম উদ্দিন সিকদার, আনোয়ার হোসেন স্বপন, মো. ফারুক হোসাইন, মো. চাঁন মিয়া, ফরহাদ হোসেন, এনামুল হক, বীর মুক্তিযোদ্ধা মো. বোরহান উদ্দিন, মো. শাহাব উদ্দিন, মো. নজরুল ইসলাম আকন্দ, চাঁন মিয়া, ফৌজিয়া জলিল ন্যান্সি, মো. জাহিদুল হক মিন্টু, অধ্যাপক ড. এম এ সাহিদ, মো. সিদ্দিকুর রহমান কবির, মো. আবদুল কাদির, মো. আবদুল মমিন, মো. মফিজ উদ্দিন মাস্টার, মো. মোস্তাফিজুর রহমান, হাবিবা খাতুন, মো. আনোয়ার হোসেন আনার, মো. শাহাজাহান, এডভোকেট সুজিত কুমার দে, মো. সুরুজ মিয়া, মো. আক্তারুজ্জামান সোহেল, মো. মুছলে উদ্দিন, মো. বদরুজ্জামান গোলাপ, মো. তাজুল ইসলাম রংগু মিয়া, মোছা. তাহমিনা আক্তার রোজী, মো. রহমত উল্লাহ লাল মিয়া, মো. হামির উদ্দিন, মো. গোলাপ মিয়া, মো. ফজলুল হক ফিরোজ, মোহাম্মদ আলী, মো. আবদুল হাই, মো. হেলাল মাস্টার এবং মো. জাকির হোসেন। কমিটির অনুমোদনপত্রে বলা হয়, বিশেষ প্রয়োজনে আহ্বায়ক কমিটি নতুন সদস্য কো-অপ্ট করতে পারবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status