বাংলারজমিন

গোসল করতে নেমে গাজীপুরে ৩ স্কুলছাত্রীর মৃত্যু, নিখোঁজ ১

স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে

১৪ সেপ্টেম্বর ২০২১, মঙ্গলবার, ৮:৫৫ অপরাহ্ন

গাজীপুরে বাড়ির পাশে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তিনজন স্কুলছাত্রী মারা গেছে। একই পরিবারের বড় বোনের লাশ উদ্ধার হয়েছে, ছোট বোন এখনো পানিতে তলিয়ে নিখোঁজ। এ ঘটনায় গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহতরা হলো- পাইনশাইল গ্রামের সোলেমানের মেয়ে রিচি আক্তার, হায়েত আলীর মেয়ে আইরিন, মো. মঞ্জুর হোসেনের মেয়ে মায়া আক্তার। আইরিন গাছপুকুর পাড় দাখিল মাদ্রাসার ছাত্রী, রিচি ভাওয়াল মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী  এবং মায়া ভাওয়াল মির্জাপুর হাজী জমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী ছিল। রিচির ছোট বোন নিখোঁজ রিয়া আক্তার  স্থানীয় মাদ্রাসার ৩য় শ্রেণির ছাত্রী।  গাজীপুর সদর উপজেলার মির্জাপুরের পানিশাইল গ্রামটিতে এখন শোকের ছায়া। স্বজন ও সহপাঠীদের আহাজারিতে গোটা এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে। খবর পেয়ে নিহতের আত্মীয়স্বজন ছাড়াও আশেপাশের লোকজন ছুটে আসে তাদের বাড়িতে। স্কুল পড়ুয়া মেয়েদের হারিয়ে স্বজনরা কিছুতেই নিজেদের ধরে রাখতে পারছেন না। একই অবস্থা সহপাঠীদের। প্রলাপ করছেন তারা।  ঘটনার খবর পেয়ে গাজীপুর ও টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার তৎপরতা শুরু করে দুজনের মরদেহ উদ্ধার করে। এর আগে স্থানীয়রা একজনকে উদ্ধার করে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল জাকিসহ কর্মকর্তাগণ ঘটনাস্থলে ছুটে যান। ওই পরিবারগুলোকে সব ধরনের সহায়তা দেয়ার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।  
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, গাজীপুর সদরের  পাইনশাইল উত্তরপাড়া এলাকায় গতকাল দুপুরের দিকে প্রতিবেশী পাঁচ ছাত্রী তুরাগ নদে গোসল করতে যায়। এ সময় এক ছাত্রী পানির স্রোতে তলিয়ে গেলে তাকে বাঁচাতে অপর ছাত্রীরা এগিয়ে আসে। এরপর পর্যায়ক্রমে ৪ জন ছাত্রী পানিতে ডুবে যায়। অপর শিক্ষার্থী সাঁতরে তীরে উঠে ঘটনাটি স্থানীয় লোকজন ও স্বজনদের জানায়। পরে স্থানীয়রা উদ্ধার তৎপরতার একপর্যায়ে তুরাগ নদ থেকে রিচি আক্তারের মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ঘটনার পর গাজীপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার তৎপরতা শুরু করে। তবে গতকাল সন্ধ্যা পর্যন্ত রিয়ার হদিস পায়নি ফায়ার সার্ভিস।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status