দেশ বিদেশ

ভারতের বিষোদ্গারের জবাব

মানবজমিন ডেস্ক

১৪ সেপ্টেম্বর ২০২১, মঙ্গলবার, ৭:১৩ অপরাহ্ন

আফগানিস্তানের জব্দ করা ব্যাংক অ্যাকাউন্টগুলো খুলে দেয়ার জন্য বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছে পাকিস্তান। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ বলেছেন, আফগানিস্তানের এসব অ্যাকাউন্ট জব্দ করে রাখা একটি সুচিন্তিত চিন্তার ফসল নয়। এর ফলে সেখানে মানবিক সংকট সৃষ্টি হতে পারে। অন্যদিকে মাত্র আট দিনের মধ্যে আফগানিস্তান স্ক্যান্ডিনেভিয়া হয়ে উঠুকÑ এমনটা প্রত্যাশা করে বিশ্ব। রোববার এক বক্তব্যে তিনি এসব কথা বলেছেন বলে খবর দিয়েছে অনলাইন ডেইলি টাইমস। রশিদ আহমেদ আরও বলেন, আমরা আশা করবো, তালেবানরা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলবে। তারা সন্ত্রাসী সংগঠন টিটিপি অথবা দায়েশ বা আইএস’কে তাদের মাটি ব্যবহার করতে দেবে না। তিনি আরও বলেন, শনিবার দুটি সুপার পাওয়ার সহ আটটি দেশের গোয়েন্দা প্রধানরা পাকিস্তান সফর করেছেন। স্থানীয় একটি হোটেলে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে ভারতের কোনো আকাক্সক্ষাই পূরণ হবে না। আর কোনো রক্তপাত ঘটবে না। তিনি আরও বলেন, পাকিস্তানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়ার জন্য ভারতীয় মিডিয়া যেন চিৎকার করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মিডিয়া আফগানিস্তানের পাঞ্জশিরে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে ভিত্তিহীন বানোয়াট রিপোর্ট প্রকাশ করছে। একই সঙ্গে ভিত্তিহীন সব খবর টেলিভিশনে প্রচার করছে।
মনে রাখা উচিত, আফগানিস্তানে পাকিস্তানের স্বার্থ হলো শুধু শান্তি, স্থিতিশীলতা এবং উন্নতি সাধন। রশিদ আহমেদ বলেন, ভারতের মিডিয়া যেসব খবর প্রচার করছে তার মধ্যে শতকরা ৮০ থেকে ৮৫ ভাগই মিথ্যা। আঞ্চলিক ও ভৌগোলিক দিক দিয়ে পাকিস্তানের অবস্থান খুবই গুরুত্বপূর্ণ। শান্তির বিষয়ে বিশ্বের সঙ্গে পাকিস্তান আলোচনা চালিয়ে যাবে। তিনি আরও বলেন, শান্তি প্রতিষ্ঠার জন্য আমরা মার্কিনিদের সঙ্গে মোল্লা (তালেবানের শীর্ষ নেতারা) ভাইদেরকে আলোচনার টেবিলে বসিয়েছি। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, কোনো চুক্তি ছাড়াই আফগানিস্তান ছেড়ে গেছে যুক্তরাষ্ট্র। পাকিস্তানও কোনো চুক্তি স্বাক্ষর করেনি। আমরা তাদেরকে (তালেবান) কোনো কিছুতেই নির্দেশনা দেই না। তবে আমরা শুধু শান্তির পক্ষে।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status