বিনোদন
চলতি বছরেই অঙ্কিতার বিয়ে
বিনোদন ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০২১, শনিবার, ৭:০৬ অপরাহ্ন

চলতি বছরেই বিয়ে করছেন অঙ্কিতা লোখান্ডে। এরই মধ্যে নায়িকার গোপন পরিকল্পনা ফাঁস করলো এক সহ-অভিনেতা। ‘পবিত্র রিস্তা’ দিয়েই জনপ্রিয়তা পেয়েছিলেন এই অভিনেত্রী। আর ফের একবার ‘পবিত্র রিস্তা’র শুট করছেন। যদিও এবার ২.০ ভার্সন। জি ফাইভ অ্যাপে আসতে চলেছে এই জনপ্রিয় ধারাবাহিকের রিব্যুট ভার্সন। তার প্রচারেই উঠে এলো এই গোপন কথা। জানা গেল, বিয়ের পরিকল্পনা করছেন অভিনেত্রী। মানব ও অর্চনার প্রেম ভর করেছিল দর্শকদের মনে। তাই তো, প্রযোজক একতা কাপুর সুশান্তের মৃত্যুর পর ঠিক করেছিলেন বানাবেন ‘পবিত্র রিস্তা ২.০’। এখানে অর্চনার চরিত্রে অঙ্কিতা থাকলেও, মানবের চরিত্রে প্রয়াত সুশান্ত সিং রাজপুতের জায়গায় দেখা মিলবে শাহির শেখের। এরই মধ্যে চ্যানেলের তরফে একাধিক প্রোমো সামনে আনা হয়ছে। যা নিয়ে দর্শকরা মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন। শাহির ও অঙ্কিতা ব্যস্ত তাদের নতুন ধারাবাহিকের প্রোমোশনে। আর সেরকম এক সময়েই যখন অঙ্কিতার কাছে জানতে চাওয়া হয় তার পরবর্তী পরিকল্পনা, নায়িকা জানান, এই ধারাবাহিক শেষ হওয়ার পর আপাতত আর কোনো পরিকল্পনা নেই তার। আর ঠিক তখনই শাহির বলে বসেন, মোটেই না! তুমি তো বিয়ে করছো। ব্যাপারটা ধামাচাপা দেয়ার জন্য তখনই শাহিরকে থামিয়ে দিতে দেখা যায় অঙ্কিতাকে, ‘চুপ করো শাহির, তুমি কি পাগল হলে? একদম চুপ করে থাকো। না, এরকম কিছু এখনো ঠিক হয়নি’! পরমুহূর্তেই নিজের ভুল বুঝতে পেরে শাহিরকে বলতে শোনা যায়, ‘সত্যি আমার কোনো ধারণা নেই। এই গোটা ব্যাপারটা মুছে ফেলা যায় না?