তথ্য প্রযুক্তি

এবার হোয়াটসঅ্যাপ মেসেজিংয়েও ‘রিঅ্যাকশন’

মানবজমিন ডিজিটাল

৭ সেপ্টেম্বর ২০২১, মঙ্গলবার, ৬:৪৫ অপরাহ্ন

ব্যক্তিগত আলাপচারিতা থেকে কর্মক্ষেত্র। বলা যায়, সবখানেই প্রবেশ হোয়াটসঅ্যাপের। দৈনন্দিন জীবনের অংশ তো বটেই। আর তা সারা বিশ্বেই। তাই জনপ্রিয়তা ও প্রয়োজনের কথা বিবেচনায় রেখে নতুন নতুন ফিচার বা আপডেট যোগ হচ্ছে হোয়াটসঅ্যাপে।

এতদিন ব্যবহারকারীদের দাবি ছিল- অ্যাপটির মেসেজে যেন ‘রিঅ্যাকশন’ ইমোজি যুক্ত করা হয়। যেমনটা আছে ফেসবুকে মেসেজে।

আর সে অপেক্ষার অবসান হলো বুঝি এবার। জানা গেছে, শিগগিরই ‘রিঅ্যাকশন’ ইমোজি নিয়ে আসছে বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্লাটফর্ম  এই হোয়াটসঅ্যাপ।

হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে বলা হয়েছে, এখন থেকে এর যে কোনো মেসেজে রিঅ্যাকশন দেয়া যাবে।  
অর্থাৎ রিসিভার বা সেন্ডার উভয়পক্ষের মেসেজেই জানানো যাবে রিঅ্যাকশন।  ডব্লিউবিটাইনফো, প্রযুক্তিবিষয়ক এই ওয়েবসাইট  হোয়াটসঅ্যাপের রিঅ্যাকশন সংক্রান্ত একটি স্ক্রিনশট প্রকাশ করেছে সম্প্রতি। তাতে দেখানো হয়েছে বিস্তারিত। কারো মেসেজের ডান দিকের নিচে রিঅ্যাকশন ইমোজিগুলো দৃশ্যমান হবে। ব্যবহারকারী তার মনমতো রিঅ্যাকশন ইমোজি বেছে নিতে পারবেন। তাহলে কি এটা শুধু দু’পক্ষের ব্যবহারকারীর মধ্যেই? না। এই সুবিধা পাওয়া যাবে গ্রুপ চ্যাটের ক্ষেত্রেও।
তবে এই ফিচারটি ঠিক কবে থেকে যুক্ত হচ্ছে সে সমন্ধে কোনো নির্দিষ্ট দিনক্ষণ জানানো হয়নি।  হয়তো খুব শিগগিরই এটি যুক্ত হবে এমন ধারণা অনেকেরই।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status