এক্সক্লুসিভ

সিলেটে লুৎফুর রহমানের জানাজায় মানুষের ঢল

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে:

৪ সেপ্টেম্বর ২০২১, শনিবার, ৭:৩২ অপরাহ্ন

চোখের জলে চির বিদায় জানানো হলো সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমানকে। গতকাল বাদ জুমা সিলেটের আলীয়া মাদ্রাসা ময়দানে তার জানাজায় মানুষের ঢল নেমেছিল। জানাজায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। তিনি প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এডভোকেট লুৎফুর রহমানের মরদেহে শ্রদ্ধা জানান। পরে তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শে গোটা জীবন রাজনীতি করে গেছেন এডভোকেট লুৎফুর রহমান। তিনি মানুষের কল্যাণে কাজ করে গেছেন। পরে জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে এডভোকেট লুৎফুর রহমানের মরদেহে শ্রদ্ধা জানানো হয়। আলীয়া মাদ্রাসা মাঠে আয়োজিত জানাজার ইমামতি করেন দরগাহ মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ি। জানাজা শেষে প্রবীণ এ আওয়ামী লীগ নেতাকে হযরত মানিকপীর (রহ.) কবরস্থানে চির সমাহিত করা হয়। এর আগে সকাল ১১টায় লুৎফুর রহমানের মরদেহ জেলা পরিষদ প্রাঙ্গণে আনা হলে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। তার সহকর্মীরা লাশ দেখে কান্নায় ভেঙে পড়েন। জেলা পরিষদের পক্ষ কফিনে শেষ শ্রদ্ধা জানানো হয়। সাবেক গণপরিষদ সদস্য লুৎফুর রহমান বৃহস্পতিবার বিকালে নগরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলে ৮০ বছর। বঙ্গবন্ধুর সাহচর্য পাওয়া এই রাজনীতিবিদ সিলেটের সকলের কাছে ছিলেন সম্মানিত। রাজনীতিতে অভিভাকসুলভ। বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে লুৎফুর রহমান নগরের নয়াসড়কস্থ মাউন্ড এডোরা হসপিটালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ৩ দিন আগে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে পড়লে লুৎফুর রহমানকে মাউন্ড এডোরা হসপিটালে ভর্তি করা হয়। সেখানে তার চিকিৎসা চলছিল। বৃহস্পতিবার সকালে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেয়ার পরিকল্পনা ছিল। কিন্তু বুধবার সন্ধ্যার পর থেকে শারীরিক অবস্থার অবনতি হলে এই হাসপাতালেই তাকে লাইফ সাপোর্টে রাখা হয় এবং সেখানেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। পেশায় আইনজীবী লুৎফুর রহমানের গ্রামের বাড়ি সিলেটের ওসমানী নগর থানার বড় হাজিপুর গ্রামে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status