ভারত

১১ হাজার ৫৬২ ফুট উচ্চতায় সিনেমা হল

বিশেষ সংবাদদাতা

৩০ আগস্ট ২০২১, সোমবার, ১:৫৬ অপরাহ্ন

সমুদ্রপৃষ্ঠ থেকে ১১ হাজার ৫৬২ ফুট উচ্চতায় লাদাখের লেহর পলডন ডিজিটাল সিনেমা হল যাত্রা শুরু করলো। গত ২৪ আগস্ট আনুষ্ঠানিকভাবে হলটির যাত্রা শুরু হয়েছে। এর নামকরণ করা হয়েছে ‘পিকচার টাইম’। ভারতের সৌন্দর্যমন্ডিত স্থান লাদাখে নির্মিত হলো বিশ্বের উচ্চতম মোবাইল ডিজিটাল সিনেমা হল।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি। এছাড়া ছিলেন লাদাখ বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট থুপস্টান চেওয়াং। বিশ্বের উচ্চতম এ সিনেমা হলের প্রথম শোতে দেখানো হয় চাংপা নোমাডসের শর্ট ফিল্ম ‘শিকল’। একই দিন সন্ধ্যায় দেখানো হয় সদ্য মুক্তি পাওয়া অক্ষয় কুমারের আলোচিত সিনেমা ‘বেল বটম’।

সিনেমা হলটির মূল উদ্যোক্তা সুশীল জানান, দুর্গম পাহাড়ি এলাকায় সিনেমাকে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই এলাকায় আরও চারটি সিনেমা হল চালু করবেন বলেও জানান তিনি।

সুশীল বলেন, ‘সিনেমা হলটিতে আধুনিক সব সুযোগ সুবিধা রাখা হয়েছে। মাইনাস ২৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বসেও এখানে সিনেমা দেখা যাবে। টিকিটের মূল্য অন্যান্য শহরের সিনেমা হলের মতোই। যাতে পর্যটকদের পাশাপাশি স্থানীয় মানুষের সিনেমা দেখার প্রতি আকর্ষণ বাড়ে।’

প্রসঙ্গত, প্রতি বছর সারা বিশ্ব থেকে বহু মানুষ ভিড় জমায় লাদাখে। নতুন এ প্রেক্ষাগৃহ পর্যটকদের আরও বেশি আকর্ষণ করবে বলে ধারণা করা হচ্ছে। বিশ্বের উচ্চতম সিনেমা হলে বসে সিনেমা দেখার আনন্দটা নিশ্চয়ই পর্যটকদের কাছে স্মরণীয় হয়ে থাকবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status