খেলা

নারী ক্রিকেটের ওপর লেখা গ্রন্থ ‘মেয়েরাও পারে’

স্পোর্টস রিপোর্টার

২৩ আগস্ট ২০২১, সোমবার, ৮:৫২ অপরাহ্ন

বাংলাদেশের নারী ক্রিকেটের বিবর্তন, সাফল্যের উপর প্রথম ইতিহাসভিত্তিক গ্রন্থ ‘মেয়েরাও পারে’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান এবং প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে বাংলানামার প্রকাশনায়, মনোয়ার আনিস খান মিনুর গ্রন্থনা এবং ক্রীড়া সাংবাদিক শামীম চৌধুরীর সম্পদনায় প্রকাশিত এই গ্রন্থটির মোড়ক উন্মোচন এবং প্রকাশনা অনুষ্ঠান রোববার ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কার্যনির্বাহী পরিষদের প্রথম নারী সদস্য মনোয়ার আনিস খান মিনু তার এই গ্রন্থ রচনার প্রেক্ষাপট এবং কারণ উল্লেখ করেন। তিনি বলেছেন, ‘এই গ্রন্থে নারীদের সংগ্রাম ও ক্রিকেটের সাফল্যগুলো রয়েছে। এই গ্রন্থ আশা করি নারী ক্রিকেট উন্নয়নে ও নারীদের ক্রিকেটে আগ্রহ বাড়াতে সক্ষম হবে।’ প্রকাশনা উৎসবে গ্রন্থটির উপর আলোচনা করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সফল সভাপতি সাবের হোসেন চৌধুরী এমপি, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, বিসিবির সাবেক সাধারণ সম্পাদক, পরিচালক এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সাবেক সিইও সৈয়দ আশরাফুল হক, বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সাবেক সভানেত্রী রাফিয়া আক্তার ডলি, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসান, জাতীয় দলের সাবেক ক্রিকেটার শাকিল কাশেম ও ইশতিয়াক আহমেদ। বিসিবির সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী বলেছেন, ‘আমি যখন বিসিবির সভাপতি ছিলাম, তখন মেয়েদের পর্যাপ্ত প্রশিক্ষণ দিয়ে ক্রিকেটার হিসেবে তৈরি করার শুরুটা করেছিলাম। বাংলাদেশের নারী ক্রিকেটারদের অর্জিত সাফল্য এখন গর্ব করার মতো। এশিয়ান ওম্যান্স টি-২০তে চ্যাম্পিয়ন হয়েছে। এটা অনেক বড় অর্জন।এশিয়ান গেমসেও নারীদের পদক রয়েছে। সামনে কমনওয়েলথ গেমসে নারী ক্রিকেট অর্ন্তভূক্ত থাকছে। আশা করি সেখানে আমরা পদকের জন্যই যাব।’ বিসিবির সাবেক সাধারণ সম্পাদক এবং এসিসির সিইও সৈয়দ আশরাফুল হক বলেছেন, ‘নিঃসন্দেহে এটি দারুণ উদ্যোগ। এই বইটি ইংরেজিতে অনুদিত হলে সারা বিশ্বে বাংলাদেশের নারীদের ক্রিকেট সম্পর্কে জানতে পারবে।’ মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথি বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজা বলেছেন, ‘এশিয়ান গেমসে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করার দাবিতে সোচ্চার ছিলাম। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন এ রকম যে কোনো উদ্যোগের সঙ্গে থাকবে। যে কোনো সহায়তা আমরা পাশে থাকব।’ বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসান বলেছেন, ‘১৯৮৩ সালে আমরা পশ্চিমবাংলায় সফর গিয়েছিলাম। তখন ওয়েস্ট ইন্ডিজ-ভারত টেস্ট চলছিল ইডেনে। আমাদের স্বপ্ন ছিল ইডেনে খেলা। ইডেনে গিয়ে আমরা জেনে গর্বিত হই, আমাদের আগে নারীরা ইডেনে খেলেছেন।’ ম্যাট পেপারে চার রঙা এই বইটির মূল্য পাঁচ শত টাকা। বইটি পাওয়া যাবে প্রকাশক বাংলানামার স্টলে (১২০/৫ পূর্ব রাজাবাজার, ঢাকা, ১২১৫)।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status