শরীর ও মন

অটিজমঃ লক্ষণ ও কারণ

মেহবুবা রহমান

২২ আগস্ট ২০২১, রবিবার, ৩:২৯ অপরাহ্ন

অটিজম কি?
*অটিজম একটি মানসিকবিকাশ জনিত সমস্যা যা স্নায়ু বা স্নায়ুতন্ত্র এর গঠন ও বৃদ্ধির অস্বাভাবিকতার জন্য হয়ে থাকে।

লক্ষণঃ
*অটিস্টিক শিশুর ঘুম জনিত সমস্যা থাকে,যার কারনে তাদের মনোযোগ ও কাজের ক্ষমতা কমে যায়।তাদের আচরণে তা বোঝা যায়।

*অনেক শিশুর মাঝে অল্প মাত্রায় হলেও বুদ্ধি প্রতিবন্ধকতা দেখা যায়,আবার কারো মাঝে শারীরিক বৃদ্ধির ঘাটতি দেখা যায়।

*অটিজমে আক্রান্ত অনেক শিশু দেখা, শোনা, গন্ধ, স্বাদ বা স্পর্শের প্রতি অনেক সংবেদনশীল বা প্রতিক্রিয়াহীন হয়।

*অটিস্টিক শিশুর প্রতি চার জনে এক জনের খিচুনি হয়।

*অটিস্টিক শিশুর মানসিক অস্থিরতা বেশি থাকে, শিশুর বিষন্নতা, উদ্বিগ্নতা ও মনোযোগের ঘাটতি দেখা দিতে পারে।

*অটিস্টিক শিশুদের প্রায়ই হজমের অসুবিধা, পেট ব্যাথা, ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য, পেটের গ্যাস, বমি ইত্যাদি দেখা দেয়।

কারণ 
*গর্ভাবস্থায় অধিক দুশ্চিন্তা করা।
*পর্যাপ্ত ঘুম না হওয়া।
*পরিবারের সাথে সম্পর্কের ঘাটতি।
*বেশি বয়সে বাচ্চা নেয়া।
*রুবেলা ভাইরাস এর আক্রমণ।
*গর্ভাবস্থায় বেশি ঔষধ সেবন।
*মায়ের ধুম পান ও মদ্যপান।
*গ্যাস্ট্রোইনটেস্টাইনাল (জিআই) সমস্যা
*মৃগীরোগ
*খাওয়ানোর সমস্যা
*মনোযোগ-ঘাটতি/হাইপারঅ্যাক্টিভিটি ডিসঅর্ডার (ADHD)
*দুশ্চিন্তা
*বিষণ্ণতা
*অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার (OCD)
*সিজোফ্রেনিয়া
*বাইপোলার ডিসঅর্ডার

(অটিজম কোন বংশগত রোগ নয় বা বাবা মায়ের অভিশাপের ফল নয়)

অটিজমকে রুখতে হলে আমদের অটিজম সম্পর্কে সচেতনতা গরে তুলতে হবে।

সামাজিক যোগাযোগ এর ক্ষেত্রে অটিজম আক্রান্ত শিশু বা প্রাপ্ত বয়স্কদের যে সকল অসুবিধা হয়ে থাকেঃ
*মানুষের দিকে তাকাতে বা শুনতে অক্ষমতা।
*নাম ধরে ডাকলে কোনও প্রতিক্রিয়া করে না।
*একা থাকতে পছন্দ করে।
*অস্বাভাবিক মুখ ও অঙ্গ ভঙ্গী
*বাক্য শুরু করে শেষ করতে অক্ষমতা
*পছন্দের বিষয় নিয়ে অতিরিক্ত কথা বলা অন্যের প্রতিক্রিয়ার তোয়াক্কা না করে
*নিজের আবেগ প্রকাশে অক্ষমতা ও অন্যের আবেগ বুঝতে না পারা।
*সহজ নির্দেশাবলী অনুসরণ করতে না পারা।

অটিজম আক্রান্ত রোগীর রোগ লক্ষন চিহ্নিত হওয়ার সাথে সাথে রোগীর সঠিক চিকিৎসা ও যত্নের মাধ্যমে রোগীকে সুস্থ করা সম্ভব।

মেহবুবা রহমান
ভার্টেক্স হোমিও হল
৪৮/বি উত্তর কমলাপুর স্টেশন রোড,
ফোনঃ০২২২২২২১৬০৭,০১৯০৬৬০১৮০১
প্রতি শুক্রবার অটিজম চিকিৎসায় ফ্রি পরামর্শ দেয়া হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status