কলকাতা কথকতা

কলকাতা কথকতা

মার্কিন বিজ্ঞানী পরিচয় দিয়ে ৪৪ লক্ষ টাকা হাতিয়ে নিলো নারী

জয়ন্ত চক্রবর্তী, কলকাতা

২১ আগস্ট ২০২১, শনিবার, ১০:২৩ পূর্বাহ্ন

মধুমিতা সাহা। বছর ৩৫ বয়স। দেখতে মোটামুটি সুন্দরী। ক্লাস টেন পাস করা মধুমিতা অনর্গল ইংরেজিতে কথা বলতে পারেন। নিজেকে আমেরিকার ইউএস এটোমিক রিসার্চ প্রজেক্ট এর সিইও মিতা শা বলে পরিচয় দিয়ে হরিয়ানার এক ব্যবসায়ী ও কলকাতার এক শিক্ষকের কাছ থেকে ২২ লক্ষ টাকা করে মোট ৪৪ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। হরিয়ানার ওই ব্যবসায়ী দমদমের বাসিন্দা মধুমিতার বিরুদ্ধে অভিযোগ জানান নারায়ণপুর পুলিশ থানায়। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে বিধাননগর পুলিশ। শুক্রবার গ্রেপ্তার করা হয় মধুমিতা সাহাকে। একটি দুষ্প্রাপ্য তেজস্ক্রিয় রাসায়নিক এক কোটি টাকা দামে বিক্রি করার কথা ছিল এই দুই ব্যক্তির কাছে। নাসা তাদের গবেষণার জন্য এই দুষ্প্রাপ্য তেজস্ক্রিয় রাসায়নিক ১০০ কোটি টাকা দিয়ে কিনে নেবে বলে এই সম্পর্কিত নথিও পেশ করে প্রতারকরা। এফআইআর-এ যশরাজ রাঠোর, আহমেদ কুরেশি এবং আবির পাল নামে তিনজনের নামেও অভিযোগ আছে যারা মধুমিতা সাহার সঙ্গে বৈজ্ঞানিক বলে নিজেদের পরিচয় দিয়ে কথাবার্তার প্রতিটি পর্যায়ে ছিল। পুলিশ এদের খুঁজছে। বিধাননগর পুলিশের মতে এটি একটি নজিরবিহীন, অভিনব প্রতারণার ঘটনা। প্রতারকদের উর্বর মস্তিষ্কের তারিফ করেছে পুলিশ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status