অনলাইন
জাবির সাবেক ভিসি খন্দকার মুস্তাহিদুর রহমান আর নেই
অনলাইন ডেস্ক
২০২১-০৮-২০
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রফেসর খন্দকার মুস্তাহিদুর রহমান আর নেই। আজ বিকাল চারটার আগে ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
কিছুদিন পূর্বে তাঁর হার্টের সমস্যা দেখা দেখা দেওয়ায় ঢাকার ল্যাব এইড হাসপাতালে বাইপাস সার্জারি করা হয়েছিলো। পুরোপুরি সুস্হ হওয়ার আগেই তিনি করোনায় আক্রান্ত হয়ে ঢাকার কাকরাইলে অবস্হিত ইসলামী ব্যংক জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছিলেন। গত চারদিন মুমূর্ষু অবস্হায় আইসিইউতে চিকিৎসাধীন থেকে আজ বেলা ৩ টা ৫৬ মিনিটে তিনি ইন্তেকাল করেছেন।
প্রয়াত এই শিক্ষক ১৯৭১ সালের ১২ই জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দিন সর্বপ্রথম অর্থনীতি বিভাগে ক্লাশ নিয়ে বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রা শুরু করেছিলেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ডীন, বিভাগীয় সভাপতি, শিক্ষক সমিতির সভাপতি / সাধারণ সম্পাদক, সিনেট, সিন্ডিকেট এবং একাডেমিক কাউন্সিলের সদস্যসহ বিভিন্ন কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তিনি সর্বপ্রথম যোগদানকারী ছয়জন শিক্ষকের মধ্যে ছিলেন অন্যতম।
কিছুদিন পূর্বে তাঁর হার্টের সমস্যা দেখা দেখা দেওয়ায় ঢাকার ল্যাব এইড হাসপাতালে বাইপাস সার্জারি করা হয়েছিলো। পুরোপুরি সুস্হ হওয়ার আগেই তিনি করোনায় আক্রান্ত হয়ে ঢাকার কাকরাইলে অবস্হিত ইসলামী ব্যংক জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছিলেন। গত চারদিন মুমূর্ষু অবস্হায় আইসিইউতে চিকিৎসাধীন থেকে আজ বেলা ৩ টা ৫৬ মিনিটে তিনি ইন্তেকাল করেছেন।
প্রয়াত এই শিক্ষক ১৯৭১ সালের ১২ই জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দিন সর্বপ্রথম অর্থনীতি বিভাগে ক্লাশ নিয়ে বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রা শুরু করেছিলেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ডীন, বিভাগীয় সভাপতি, শিক্ষক সমিতির সভাপতি / সাধারণ সম্পাদক, সিনেট, সিন্ডিকেট এবং একাডেমিক কাউন্সিলের সদস্যসহ বিভিন্ন কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তিনি সর্বপ্রথম যোগদানকারী ছয়জন শিক্ষকের মধ্যে ছিলেন অন্যতম।