তথ্য প্রযুক্তি

জ্যান্ত কুকুরের পরিবর্তে এবার যন্ত্র-কুকুর

সেবন্তী ভট্টাচার্য্য

১২ আগস্ট ২০২১, বৃহস্পতিবার, ১০:৪৮ পূর্বাহ্ন

বাড়ির পোষ্য কুকুরটিকে আমরা তো সবাই ভালোবাসি। কিন্তু ভাবুন তো একবার সেই চার পেয়ে প্রাণীটি যদি হয় রোবট? বিশ্বে স্মার্ট ইলেক্ট্রনিক্স দ্রব্য তৈরির অন্যতম কোম্পানি Xiaomi কুকুরের মতো দেখতে এরকমই একটি ওপেন সোর্স রোবট তৈরী করেছে, যা বিভিন্ন উদ্দেশ্য নিয়ে কাজ করতে পারে। 'দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস' সূত্রে খবর, রোবট কুকুরটিকে তৈরি করা হয়েছে, এনভিডিয়া জেটসন জেভিয়ার এনএক্স এআই এজ কম্পিউটিং প্ল্যাটফর্ম (Nvidia Jetson Xavier NX AI edge computing platform) দ্বারা, এটি সাইবার ডগ হিসেবে কাজ করবে। Xiaomi সাইবারডগে ব্যবহারকারী চাইলে অতিরিক্ত ক্যামেরা, সেন্সর লাগাতে পারবেন। সাইবারডগ মানচিত্র তৈরি করতে পারবে, তার গন্তব্য বিবেচনা করতে পারবে। মালিকের কথা মতো কাজ করতে পারবে। থাকছে ভয়েস কমান্ড বুঝতে পারার সক্ষমতা। মানুষকে প্রতিক্রিয়া জানাতেও সক্ষম এই সাইবারডগ। এটি নিজের পরিবেশ বিশ্লেষণ করতে পারবে। ভয়েস চিনতে পারার শক্তি থাকছে, তাই রোবটটির ইচ্ছেমতো নাম আলাদা করে রাখা যেতে পারে। এটি দেখতে বাড়ির পোষা কুকুরের মতো অত সুন্দর না হলেও কাজ নিয়ে কোনও অভিযোগ রাখবে না বলেই মনে করছেন টেক-গুরুরা। Xiaomi দাবি করেছে উচ্চগতি যুক্ত এই সাইবারডগ পিছনে ওল্টাতে পারে, কমপ্লেক্স মোশন ও নানা রকমের অঙ্গবিন্যাস করতে পারে। ঘণ্টায় এর গতি প্রায় ১১ কিলোমিটার পর্যন্ত। সঙ্গে রয়েছে ১১টি উচ্চমানের সেন্সর। দৃষ্টিশক্তির জন্য রয়েছে এমবেডেড ক্যামেরা। Xiaomi-র এমন সাইবারডগ আপাতত ১০০০টি বিক্রির জন্য প্রস্তুত। চীনা মুদ্রায় এর দাম করা হয়েছে ৯,৯৯৯ (CNY)। এর আগে আমেরিকার একদল বিজ্ঞানী চার পায়ের এক রোবট-কুকুর তৈরি করেছিলেন। তাঁদের বক্তব্য, এই কুকুর দৃষ্টিশক্তিহীন মানুষজনকে পথ দেখাবে। এতে ওই ব্যক্তির যাত্রার সময় বাঁচবে। কমবে যাতায়াতের খরচও। বার্কলের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষণারত ঝংইউ লি ও তাঁর সহকর্মীরা এই রোবোটটি ডিজাইন করেছিলেন। রোবটগুলিকে নাম দেওয়া হয়েছিল 'মিনি চিতা'।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status