ভারত

সোনাজয়ী নীরজ চোপড়াকে নিয়ে উল্লাসের জোয়ার

বিশেষ সংবাদদাতা, কলকাতা

৮ আগস্ট ২০২১, রবিবার, ১০:০৯ পূর্বাহ্ন

কি অদ্ভুত বৈপরীত্য! অলিম্পিকে সোনাজয়ী নীরজ চোপড়াকে নিয়ে যখন গোটা ভারত জুড়ে উৎসবের আবহ, ঠিক তখন ভারতীয় মেয়ে হকি দলের খেলোয়াড় বন্দনা কাটারিয়ার বাড়িতে চারজন পুলিশ মোতায়েন করতে হল। গ্রেপ্তার হল তিনজন। বন্দনার দল অলিম্পিকে ব্রোঞ্জ জিততে পারেনি বলে নয়, বন্দনার অপরাধ সে দলিত। তাই, তৃতীয় চতুর্থ স্থান নির্ধারণের খেলায় ভারতীয় মেয়ে হকি দল হারার পর ২২ বছরের মেয়েটির বাড়ির সামনে ডিজে বাজিয়ে উন্মত্ত ভাঙরা নাচ হয়। আঙ্গুল ওঠে- ভারতীয় দলে দলিত মেয়ের সংখ্যা বেশি বলে ভারত হারে। সংকীর্ণ এই জাতপাতের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন ভারতীয় মেয়ে হকি দলের নেত্রী রানি রামপাল। রানি বলেছেন, আমরা যখন মাঠে লড়াই করি তখন আমাদের একটাই পরিচয় থাকে, আমরা ভারতীয়- তাই জাতপাতের সংকীর্ণতা তোলা বাতুলতা। তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বন্দনা কাটারিয়ার বাড়ির সামনে বিক্ষোভ করার জন্য। ধৃতদের মধ্যে আছে সুমিত চৌহান, অঙ্কুর পল ও বিজয় পল। দুর্ভাগ্যের বিষয়, এই বিজয় পল আবার উত্তরাখণ্ডের হয়ে জাতীয় হকিতে খেলে। হরিদ্বারে বন্দনার বাড়িতে পুলিশ চৌকি বসাতে হয়েছে। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি অবশ্য বন্দনা কাটারিয়ার জন্য ২৫ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করেছেন।
হরিয়ামার পানিপথে যখন নীরজ চোপড়ার বাড়ির সামনে ডিজে বাজছে আনন্দে, তখন হরিদ্বারে বন্দনা কাটারিয়ার বাড়ির সামনে ডিজে বাজছে শুধুমাত্র সে দলিত হওয়ার অপরাধে। বৈপরীত্যের নাম বোধহয় ভারতবর্ষ!

কোটি কোটি টাকা পুরস্কার ঘোষণা অলিম্পিকে পদকজয়ীদের জন্য
আর্থিক পুরস্কারের ঢল নামলো অলিম্পিকে সোনাজয়ী ভারতীয় জাভলিন নিক্ষেপকারী নীরজ চোপড়ার জন্য। এমনকি সৌরভ গঙ্গোপাধ্যায় এর ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে শুরু করে চেন্নাই সুপার কিংস পর্যন্ত সবাই আছে এই আর্থিক পুরস্কার প্রদানকারীর তালিকায়। হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খত্তর ঘোষণা করেছেন জে সরকার নীরজ চৌহানকে নগদ ছ কোটি টাকা ও একটি এসইউভি গাড়ি দেবে। ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ নগদ এক কোটি টাকা দেয়া হবে নীরজকে টুইট করেছেন। চেন্নাই সুপার কিংস তাঁকে দিচ্ছে এক কোটি টাকা পুরস্কার। ভারতীয় বোর্ড রুপোজয়ী মিরাবাই চানু এবং রবিকুমার দহিয়াকে ৫০ লক্ষ টাকা পুরস্কার দিচ্ছে। ব্রোঞ্জ জয়ীদের দিচ্ছে ২৫ লক্ষ টাকা করে। ভারতীয় হকি দলকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বোর্ড দিচ্ছে এক কোটি ২৫ লক্ষ টাকা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status