অনলাইন

জ্ঞানের খোরাক মেটাচ্ছে থিংক বাংলা

স্টাফ রিপোর্টার

৬ আগস্ট ২০২১, শুক্রবার, ৮:৪৪ অপরাহ্ন

বিজ্ঞান ভিত্তিক ইউটিউব চ্যানেল থিংক বাংলা সারা জাগাচ্ছে নেটিজেনদের মাঝে। স্বল্প সময়ে পেয়েছে দর্শক জনপ্রিয়তা। চেষ্টা করে যাচ্ছে গ্রাফিক্স আর এনিমেশনের মাধ্যমে তৈরী বৈজ্ঞানিক তথ্য সম্বলিত বাংলা কনটেন্টগুলো বাঙালী দর্শকদের মাঝে ছড়িয়ে দিতে।

বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে সঙ্গে ক্রমশ এগিয়ে যাচ্ছে বিশ্ব। আর এই বিজ্ঞান বিষয়ে মানসম্মত আলোচনা- গবেষণার বেশিরভাগই হয়ে থাকে ইংরেজি ভাষায়। কিন্তু থিংক বাংলা তাদের বিজ্ঞানভিত্তিক গবেষণাধর্মী তথ্যচিত্রগুলো বাংলা ভাষায় তৈরি করছে বাঙালীদের জন্য। পাশাপাশি ইংরেজিতে থাকছে এসব তথ্যচিত্র।

মানুষকে ‘প্রকৃত তথ্য’ দিতে ইউটিউবভিত্তিক এই চ্যানেলটি চালু করেছেন বন্যা আহমেদ এবং ইমতিয়াজ সামস৷ চ্যানেলটি ভিডিও কন্টেন্টগুলোর মান এবং নির্ভরযোগ্যতা রক্ষা করতে কয়েক ধাপে, শিক্ষাবিদ, গবেষক, বিশেষজ্ঞ এবং ছাত্রদের সাথে তথ্য যাচাই করে নেয়।

অক্সফোর্ড, ক্যাম্ব্রিজ, কুইন মেরি, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া (রিভারসাইড), ঢাকা বিশ্ববিদ্যালয়, লন্ডন স্কুল অফ ইকনোমিক্স, ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ টেকনলজিসহ বিশ্ববিখ্যাত শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষকেরা রয়েছে এই উদ্যোগের সাথে। এতে কাজ করছেন বাংলাদেশের এক ঝাঁক তরুণ প্রতিভা। এই তালিকায় যুক্ত আছেন সাংবাদিক, গবেষক,  শিক্ষকসহ বিভিন্ন স্তরের সৃজনশীল মানুষ।

থিংক বাংলার ভিডিও দেখতে https://m.youtube.com/c/ThinkBangla/videos এই লিংকে ক্লিক করুন
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status