বিনোদন
সাবধানতায় কেয়া পায়েল
স্টাফ রিপোর্টার
২০২১-০৮-০৭
চলতি প্রজন্মের অভিনেত্রী কেয়া পায়েল। করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় খুব সাবধানতা অবলম্বন করছেন। নিজেকে একেবারে ঘরবন্দি করে রেখেছেন। কাজ থেকে আছেন বিরতিতে। পায়েল জানান, নাটক, সিনেমা, বই পড়াসহ ঘরের টুকটাক কাজ করেই এখন সময় যাচ্ছে। মানসিকভাবে নিজেকে ঠিক রাখার জন্য ঘরেই নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করছেন। এই অভিনেত্রী বলেন, এই মুহূর্তে শুটিং নিয়ে ভাবছি না। আগে জীবন। পরে অন্য কিছু। এখন যেভাবে দিনকে দিন করোনা বাড়ছে তাতে সাবধানতার তো কোনো বিকল্প নেই। আসলে পরিস্থিতি স্বাভাবিক হলে তখন ভাববো শুটিং কবে নাগাদ শুরু করা যায় বা কীভাবে করলে সুবিধা হয়। এদিকে, সবশেষ কোরবানি ঈদে কেয়া পায়েলকে ২০টির মতো নাটকে দেখা গেছে। তার মধ্যে মাবরুর রশিদ বান্নাহর ‘মায়ের ডাক’, মিজানুর রহমান আরিয়ানের ‘শুভ প্লাস নীলা’, মুহাম্মদ মিফতাহ আনানের ‘একটি বিয়ে সারাজীবনের কান্না’, মাহমুদ মাহিনের পরিচালনায় ‘ডন বি কোয়াইট’ নাটকগুলো থেকে ভালো সাড়া পাচ্ছেন কেয়া পায়েল। এই অভিনেত্রী বলেন, আমি খুব ভাগ্যবান যে, আমার ইতিবাচক দর্শক বেশি। অনেক ভালো ভালো মন্তব্য পেয়েছি কোরবানি ঈদের নাটক থেকে। সবার এই ভালোবাসাই ভবিষ্যতে ভালো কাজ করতে অনুপ্রেরণা জোগাবে আশা করি।