খেলা

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবার টানা দুই জয়

স্পোর্টস রিপোর্টার

৪ আগস্ট ২০২১, বুধবার, ৯:৩৯ অপরাহ্ন

যে কোনো ফরম্যাটের ক্রিকেটে অস্ট্রেলিয়াকে প্রথমবার টানা দুই ম্যাচে হারালো বাংলাদেশ। বুধবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৫ উইকেটে জয় পায় টাইগাররা। তখনও অক্ষত ছিল ৮ বল। দলীয় ৯ রানে প্রথম উইকেট খোয়ায় বাংলাদেশ। কোনো রান না করেই সাজঘরে ফেরেন সৌম্য সরকার। অজি পেসার মিচেল স্টার্কের বলে বোল্ড হয়ে যান জিম্বাবুয়ে সফরে জোড়া অর্ধশতকে সিরিজ সেরার খেতাবজয়ী এ ওপেনার। ইনিংসের শুরুতেই স্টার্কের এক বাউন্সার আঘাত হানে অপর ওপেনার নাঈম শেখের হেলমেটে। পরে বেশি দূর যেতে পারেননি বাংলাদেশের এ তরুণ ব্যাটসম্যান। ব্যক্তিগত ৯ রানে অজি পেসার জশ হ্যাজলউডের বলে বোল্ড হয়ে যান নাঈম। পরে মাত্র ১ রানের ব্যবধানে সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদ সাজঘরে ফিরলে শঙ্কা জমে টাইগার শিবিরে। দলীয় ৫৮ রানে উইকেট খোয়ান সাকিব। ১৭ বলে ২৬ রান করেন বাংলাদেশের বিশ^সেরা অলরাউন্ডার। স্কোর বোর্ডে ১ রান যোগ হতেই বাইরের বল ভেতরে টেনে বোল্ড হন অধিনায়ক রিয়াদ। প্রমোশন পাওয়া ব্যাটসম্যান শেখ মেহেদী হাসান উইকেট দেন ব্যক্তিগত ২৩ রানে। এতে ১১.২তম ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৬৭/৫-এ। এর পরে দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জুটিটা গড়েন আফিফ হোসেন ও নুরুল হাসান সোহান। ষষ্ঠ উইকেটে এ দুজন গড়েন ম্যাচজয়ী ৫৬ রানের জুটি। এতে ৫ উইকেটের জয় দিয়ে পাঁচ ম্যাচের সিরিজে পরিষ্কার ২-০ এগিয়ে যায় বাংলাদেশ। সোহান-আফিফের অবিচ্ছিন্ন জুটিতে ৪৪ বলে ৫৬ রান করেন । ২৯ বলে ৩৩ রান করেন আফিফ। ইনিংসে আফিফ হাঁকান পাঁচটি চার ও একটি ছক্কা । আর উইকেটরক্ষক ব্যাটসম্যান সোহান করেন ২১ বলে ২২ রান।

এর আগে মিরপুরে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। মোস্তাফিজ, শরিফুল, সাকিব, মেহেদীর নিয়ন্ত্রিত বোলিংয়ে ১২১ রানে থামে সফরকারীরা।
প্রথম টি-টোয়েন্টিতে প্রথম বলেই বাংলাদেশকে উইকেট এনে দিয়েছিলেন শেখ মেহেদী হাসান। আজ দ্বিতীয় ম্যাচেও তার হাত ধরেই এলো বাংলাদেশের প্রথম সাফল্য। আবারও এই স্পিনারের বলে আউট হন অ্যালেক্স ক্যারি।
মেহেদী হাসানের পর সাফল্য এনে দিলেন মোস্তাফিজুর রহমান। এই পেসারের বলে রীতিমতো বোকা বনে গেলেন ফিলিপে। তিনি চিন্তাও করেননি বল এতটা স্লো ও নিচু হয়ে আসবে। তাই স্টাম্প ছেড়ে লেগ সাইডে খেলতে গিয়েও ব্যাটে বল লাগাতে পারেননি। বল আঘাত করে স্টাম্পে। এরই সঙ্গে শেষ হয় তার ১০ রানের ইনিংস। ১৪ বলের ইনিংসে মেরেছে একটি বাউন্ডারি। তার বিদায়ে অস্ট্রেলিয়া হারায় দ্বিতীয় উইকেটে ৫৭ রানের জুটি গড়ে অস্ট্রেলিয়া।
দলীয় ৮৮ রানে সাকিবকে সুইপ করতে গিয়ে মিস করে গেছেন মোয়েজেস হেনরিকেস, এরপর যা হওয়ার তাই হয়েছে! গতি কমিয়ে আনা বলের লাইন মিস করে হয়েছেন বোল্ড। প্রথম ম্যাচেও সাকিবকে সুইপ করতে গিয়ে বোল্ড হয়েছিলেন হেনরিকেস।
এরপর মিচেল মার্শকে ফিরিয়ে সফরকারীদের আটকে দেন শরিফুল ইসলাম। এরপর মোস্তাফিজ মেহেদির নিয়ন্ত্রিত বোলিংয়ে ১২১ রানে থামে অস্ট্রেলিয়ার ইনিংস। ২১ রানে ৩ উইকেট নেন মোস্তাফিজ। শরিফুল দুটি সাকিব মেহেদি নিয়েছেন একটি করে উইকেট।
৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ২৩ রানে জিতে ১-০তে এগিয়ে রয়েছে স্বাগতিক বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচে টসে জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছিলো সফরকারীরা। মিরপুরের হোম অফ ক্রিকেটে দুই দলই আগের ম্যাচের একাদশ নিয়ে মাঠে নেমেছে।
সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টসে হেরে আগে ব্যাটিং করে মাত্র ১৩১ সংগ্রহ করে বাংলাদেশ। ছোট্ট টার্গেটে অস্ট্রেলিয়াকে নাকানি চুবানি খাইয়েছে টাইগাররা। তাদের ১০৮ রানে গুটিয়ে দিয়ে পেয়েছে ২৩ রানের জয়।
আজ দ্বিতীয় ম্যাচটি জিতলে সিরিজ জয়ের পথে অনেকটাই এগিয়ে যাবে স্বাগতিকরা।
বাংলাদেশ একাদশ : সৌম্য সরকার, নাঈম শেখ, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান, আফিফ হোসেন ধ্রুব, শামীম পাটোয়ারী, শেখ মাহেদি হাসান, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status