প্রথম পাতা

মৃত্যু কমছেই না হাসপাতালে ঠাঁই নেই

ফরিদ উদ্দিন আহমেদ

৫ আগস্ট ২০২১, বৃহস্পতিবার, ৯:০২ অপরাহ্ন

দেশে করোনার ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টে সংক্রমণ বেড়েই চলছে। মৃত্যুও কমছে না। প্রতিদিনই প্রায় আড়াইশ’র কাছাকাছি মানুষ প্রাণ হারাচ্ছেন। উপসর্গ নিয়েও করোনার পজেটিভ রোগীর চেয়ে দ্বিগুণ মারা যাচ্ছেন। যা তালিকায় থাকছে না। গত ২৪ ঘণ্টায় আরও ২৪১ জনের মৃত্যু হয়েছে। করোনায় ১৭ মাসে দেশে শনাক্ত ছাড়িয়েছে ১৩ লাখ। জেলা-উপজেলার হাসপাতালগুলোতে রোগী রাখার জায়গা নেই। চিকিৎসার আশায় ঢাকায় এসেও সেবা মিলছে না অনেকের। রাজধানীসহ বিভাগীয় টারশিয়ারি হাসপাতালগুলোতে কোনো ঠাঁই নেই। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত এক সপ্তাহের ব্যবধানে করোনাতে নতুন শনাক্ত ও মৃত্যু বেড়েছে। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, হাসপাতালে আর জায়গা নাই। এখন হোটেল খুঁজছি। যারা মৃদু আক্রান্ত হয়েছে তাদের সেখানে রাখতে পারি। ফিল্ড হাসপাতালও চালু করতে পারছে না স্বাস্থ্য বিভাগ। প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে চালু হচ্ছে না বঙ্গমাতা ফজিলাতুননেছা মুজিব কনভেনশন সেন্টারে ১০০০ শয্যার করোনা ফিল্ড হাসপাতাল। গত শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের অধীনে আনুষ্ঠানিকভাবে হাসপাতালটি চালু হওয়ার কথা থাকলেও বিভিন্ন দেশ থেকে করোনা চিকিৎসায় প্রয়োজনীয় যন্ত্রপাতি না আসায় চালু করতে পারেনি বিএসএমএমইউ কর্তৃপক্ষ।
দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ২৪১ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২১ হাজার ৬৩৮ জনে। নতুন করে শনাক্ত হয়েছেন ১৩ হাজার ৮১৭ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৩ লাখ ৯ হাজার ৯১০ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৭ দশমিক ৯১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ১১২ জন এবং এখন পর্যন্ত  ১১ লাখ ৪১ হাজার ১৫৭ জন সুস্থ হয়ে উঠেছেন। দেশে ৭০৫টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৫১ হাজার ৯০২টি নমুনা সংগ্রহ এবং ৪৯ হাজার ৫১৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৭৯ লাখ ৪৮ হাজার ৬৮৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৭ দশমিক ৯১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৭ দশমিক ১২ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৬৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৪১ জনের মধ্যে পুরুষ ১২৫ জন আর নারী ১১৬ জন। দেশে করোনা আক্রান্ত হয়ে এখন পর্যন্ত পুরুষ মারা গেলেন ১৪ হাজার ৫৪৪ জন এবং নারী ৭ হাজার ৯৪ জন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৪১ জনের মধ্যে ১০০ বছরের ঊর্ধ্বে রয়েছেন ২ জন, ৯১ থেকে ১০০ বছরের মধ্যে ৩ জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১২ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৩৫ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৮২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫৫ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২৫ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২২ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৫ জন। মারা যাওয়া ২৪১ জনের মধ্যে ঢাকা বিভাগের ৯৩ জন, চট্টগ্রাম বিভাগের ৬৮ জন, রাজশাহী বিভাগের ১২ জন, খুলনা বিভাগের ৩৬ জন, বরিশাল ও সিলেট বিভাগের ৫ জন করে, রংপুর বিভাগের ১৫ জন, ময়মনসিংহ বিভাগের রয়েছেন ৭ জন। ২৪১ জনের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ১৮৫ জন, বেসরকারি হাসপাতালে ৩৭ জন, বাসায় ১৮ জন। হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে ১ জনকে। প্রসঙ্গত, দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের ৮ই মার্চ আর ভাইরাসটিতে প্রথম মৃত্যু হয় ওই বছরের ১৮ই মার্চে।
এদিকে, গতকাল কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত ভার্চ্যুয়াল স্বাস্থ্য বুলেটিনে অধিদপ্তরের  মুখপাত্র অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম  জানিয়েছেন,  গত এক সপ্তাহের ব্যবধানে করোনাতে নতুন শনাক্ত ও মৃত্যু বেড়েছে। তিনি আরও বলেন, গত ৭ দিনে ৩ লাখ ৯২ হাজার ৯৩৬টি করোনার নমুনা পরীক্ষা হয়েছে। তাতে ১ লাখ ১৬ হাজার ২৬৬ জন রোগী শনাক্ত হয়েছেন, যা গত সপ্তাহের তুলনায় ৫৩ হাজার ৭৪৯ জন বেশি। চলতি সপ্তাহে ৪৮০ জন বেশি মারা গেছেন। জানুয়ারি থেকে সংক্রমণের যে চিত্র তাতে জুলাই মাসে সবচেয়ে বেশি সংখ্যক রোগী আমরা দেখেছি। আগস্ট মাসেও রোগীর সংখ্যা ৪৬ হাজার ছাড়িয়ে গেছে। জেলাভিত্তিক রোগীর হিসাবে ঢাকা শীর্ষে অবস্থান করছে। তারপরই চট্টগ্রাম। রাজশাহীতে রোগীর সংখ্যা সবচেয়ে কম। বিভাগওয়ারী মৃত্যুর হিসাবে ঢাকার পরেই আছে চট্টগ্রাম।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status