খেলা

শেখ কামাল ক্রীড়া পুরস্কার পেলেন যারা

স্পোর্টস রিপোর্টার

৫ আগস্ট ২০২১, বৃহস্পতিবার, ৮:০৩ অপরাহ্ন

প্রায় ৩০ বছর পর জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার পুনরায় চালু হয়েছে। বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহীদ ক্যাপ্টেন শেখ কামালের নামে এবার এই পুরস্কার দেয়া হচ্ছে। নামকরণ করা হয়েছে শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার। সাত ক্যাটাগরিতে ১০ জন ব্যক্তি ও দুটি প্রতিষ্ঠানকে এই পুরস্কার দেয়া হচ্ছে। পুরস্কারপ্রাপ্তরা নগদ ১ লাখ টাকা ও সম্মাননা স্মারক পাবেন। আজ বেলা ১১টায় জাতীয় ক্রীড়া পরিষদের শেখ কামাল মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল প্লাটফর্মে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিজয়ীদের পুরস্কার প্রদান করবেন। গতকাল জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
২০১৯ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতে টোকিও অলিম্পিকে সরাসরি খেলার সুযোগ পান তিরন্দাজ রোমান সানা। খেলেছেন অলিম্পিকের একক ইভেন্টের দ্বিতীয় রাউন্ডেও। ২০১৬ এসএ গেমসে দুটি সোনা জিতেছিলেন সাঁতারু মাহফুজা খাতুন শিলা। একই গেমসে ভারোত্তোলনে সোনা জেতেন ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত। সেরাদের তালিকায় এই তিন অ্যাথলেটকেই বেছে নিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। উদীয়মান সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের অধিনায়ক আকবর আলী, দেশের সর্বকনিষ্ঠ ফিদে মাস্টার ফাহাদ রহমান ও ২০২০ বঙ্গমাতা অনূর্ধ্ব-১৭ ফুটবলের সেরা খেলোয়াড় উন্নতি খাতুন। আজীবন সম্মাননা পেয়েছেন সাবেক ফুটবলার ও বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। ক্রীড়া সাংবাদিক ক্যাটাগরিতে সেরা প্রবীণ সাংবাদিক মুহাম্মদ কামরুজ্জামান। সেরা সংগঠক হয়েছেন মনজুর কাদের ও ক্য শৈ হ্ল্য। সেরা সংগঠনের পুরস্কার পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেরা পৃষ্ঠপোষক ওয়ালটন।  টোকিও থেকে সংবাদ সম্মেলনে যু্‌ক্ত হয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, এখন থেকে প্রতি বছরই দেয়া হবে শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার। সাত বছর বন্ধ থাকা জাতীয় ক্রীড়া পুরস্কার দ্রুতই চালু হবেও বলে জানিয়েছেন তিনি। পুরস্কার প্রাপ্তদের নাম ঘোষণা করে এসময় তিনি বলেন, ‘আমরা আনন্দিত ও গর্বিত। বর্তমান খেলোয়াড় স্পন্সর ও সংস্থা এবং সাংবাদিকসহ সবাইকে পুরস্কার দিতে পেরে ভালো লাগছে।’ আম্পায়ার, রেফারি ও কোচদেরও বাংলাদেশের ক্রীড়াঙ্গনে অবদান অনেক।  সামনে আম্পায়ার, কোচদের পুরস্কৃত করার ব্যাপারে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘তাদের অবদানের ব্যাপারেও আমরা যথেষ্ট জ্ঞাত। আমরা তাদেরও বিবেচনা করেছি। তবে বিশেষ ক্যাটাগরি হয়নি। সামনে এই ব্যাপারে আলাদা ক্যাটাগরির বিষয় নিয়ে আলোচনা করা যেতে পারে।’
প্রথম শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার পাচ্ছেন যারা
আজীবন সম্মাননা: কাজী মোঃ সালাউদ্দিন
সেরা ক্রীড়াবিদ: মাহফুজা খাতুন শিলা (সাঁতার), রোমান সানা (আরচারি)
মাবিয়া আক্তার সিমান্ত (ভারত্তোলন)
ক্রীড়া সংগঠক
মনজুর কাদের (শেখ জামাল ধানমন্ডি ক্লাব)
ক্য শৈ ল হ্ন (কারাতে ফেডারেশন)
উদীয়মান ক্রীড়াবিদ: আকবর আলী (ক্রিকেট), ফাহাদ রহমান (দাবা)
উন্নতি খাতুন (ফুটবল), ক্রীড়া সাংবাদিক
মুহাম্মদ কামরুজ্জামান, ফেডারেশন/ অ্যাসোসিয়েশন/সংস্থা
বাংলাদেশ ক্রিকেট বোর্ড
পৃষ্ঠপোষক: ওয়ালটন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status