বাংলারজমিন

‘বিশ্ব রাজনীতির পরিচিত মুখ শেখ হাসিনা’

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

৫ আগস্ট ২০২১, বৃহস্পতিবার, ৭:২১ অপরাহ্ন

ইউনিক গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, ইস্টার্ন ব্যাংক লিমিটেডের সাবেক চেয়ারম্যান, পরিচালক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নূর আলী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্ব রাজনীতির অংশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। তার আত্মনিভরশীল অর্থনৈতিক সিদ্ধান্তেই বিশ্ববাসীর কাছে বাংলাদেশ একটি সম্মানীয় জাতি হিসেবে পরিচিত লাভ করছে। এর জন্য আমি বীর মুক্তিযোদ্ধা হিসেবে গর্ববোধ করি। করোনাভাইরাস প্রসঙ্গে তিনি বলেন, সরকারের সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ এবং সাহসিকতার মধ্যদিয়ে দেশবাসী আজ অনেকটা নিরাপদ। তিনি বলেন, প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান ফজলুর রহমান আমাদের অভিভাবক। তিনি বেসরকারি শিল্পখাতে পরিকল্পনা করে এগিয়ে যাচ্ছেন। তার ধারাবাহিকতা বজায় থাকলে শিল্প ও বাণিজ্যের ক্ষেত্রে আমূল পরিবর্তন হবে। দোহার ও নবাবগঞ্জ উপজেলার উন্নয়নে যেভাবে তিনি পরিকল্পনা গ্রহণ করছেন, আগামী নির্বাচনের পূর্বে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব। গতকাল উপজেলার  গালিমপুর স্কুল, নবাবগঞ্জ গার্লস স্কুল, বারুয়াখালী স্কুল, শোল্লা স্কুল মাঠে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ইস্টার্ন ব্যাংক লিমিটেডের আর্থিক সহযোগিতা ও ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের বাস্তবায়নে নবাবগঞ্জ উপজেলার প্রায় ২ হাজার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. ইলিয়াস আলী, ইস্টার্ন ব্যাংক লিমিটেডের ডিএমডি আহমেদ শাহীন, নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ নাসির উদ্দিন আহমেদ ঝিলু, দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এইচ,এম, সালাউদ্দীন মনজু প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status