খেলা

অনেক খুঁজেও বাংলাদেশ-অস্ট্রেলিয়ার ম্যাচ দেখতে পারেননি ফিঞ্চ

স্পোর্টস ডেস্ক

৪ আগস্ট ২০২১, বুধবার, ২:৫৩ অপরাহ্ন

ইনজুরির কারণে বাংলাদেশ সফরে আসতে পারেননি অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি দলের নিয়মিত অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তবে নিজ দেশে বসে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ দেখতে চাইছিলেন তিনি। কিন্তু দেখতে পারেননি। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে তার হতাশা ব্যক্ত করেন ফিঞ্চ। টুইট করেন, ‘কোথাও খুঁজে পাচ্ছি না। ভেবেছিলাম অস্ট্রেলিয়ায় ইউটিউবের মাধ্যমে ম্যাচটা দেখা যাবে...’
শুধু ফিঞ্চ নয়, অস্ট্রেলিয়ায় কেউই বাংলাদেশের বিপক্ষে অজিদের হারটা স্বীকৃত কোনো মাধ্যমে দেখতে পারেননি। এতে মাঠের বাইরে এক ‘রেকর্ড’ও গড়েছে অস্ট্রেলিয়া। ১৯৯৪ সালে পাকিস্তানের বিপক্ষে সিরিজের পর এই প্রথম দেশের বাইরে অস্ট্রেলিয়ার কোনো সিরিজ দেখাচ্ছে না অস্ট্রেলিয়ান কোনো মিডিয়া। অস্ট্রেলিয়া-পাকিস্তানের সে সিরিজিটা ছিল অধিনায়ক হিসেবে মার্ক টেইলরের প্রথম সিরিজ।
বাংলাদেশ দলের হোম সিরিজের টেলিভিশন সম্প্রচার স্বত্ব ব্যানটেক নামে একটি প্রতিষ্ঠানের। বাংলাদেশে টি-টোয়েন্টি সিরিজের খেলাগুলো সরাসরি দেখাচ্ছে টি-স্পোর্টস, গাজী টিভি ও বাংলাদেশ টেলিভিশন। তবে সিরিজের ম্যাচগুলো দেখানোর ব্যাপারে আগ্রহ প্রকাশ করেনি অস্ট্রেলিয়ার কোনো সম্প্রচার সংস্থা বা টেলিভিশন।
ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে তাদের হোম সিরিজ সম্প্রচারের চুক্তি আছে ফক্স স্পোর্টস ও সেভেন ওয়েস্ট মিডিয়ার। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অস্ট্রেলিয়ার সিরিজ সে দেশে সম্প্রচার করেছে ফক্স স্পোর্টস। তবে বাংলাদেশের বিপক্ষে ম্যাচগুলো দেখাবে না তারা। সিডনি মর্নিং হেরাল্ড বিসিবির এক সূত্রের বরাত দিয়ে বলেছে, সিরিজ সম্প্রচারের ব্যাপারে অস্ট্রেলিয়ার ফক্স স্পোর্টসের কাছে প্রস্তাব পাঠানো হয়েছিল, কিন্তু চ্যানেলটা সরাসরি সে প্রস্তাব নাকচ করে দেয়। এমনকি টাকাপয়সা নিয়েও আলোচনা করেনি ফক্স। যদিও ফক্সটেলের এক সূত্র সিডনি মর্নিং হেরাল্ডের কাছে এই দাবি প্রত্যাখ্যান করেছে। ফিঞ্চের টুইটের নিচে অনেকে মন্তব্যের ঘরে ওয়েবসাইটে ম্যাচ দেখার অনেক লিঙ্ক দিয়েছেন, কিন্তু সবগুলো লিঙ্কই তো ছিল অবৈধ সম্প্রচারের!
মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ১৩১ রানের পুঁজি নিয়ে বাংলাদেশ ২৩ রানের দাপুটে জয় পায়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status