অনলাইন

চার জেলায় আরও ৪৮ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

৪ আগস্ট ২০২১, বুধবার, ৯:৫০ পূর্বাহ্ন

ময়মনসিংহ. রাজশাহী, কুষ্টিয়া ও চাঁদপুরে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪৮ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ময়মনসিংহ মেডিকলে কলেজ হাসপাতালে সর্বোচ্চ ২২ জন, রাজশাহী মেডিকলে কলেজ হাসপাতালে ১৪ জন, কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ৭ জন ও চাঁদপুর সদর হাসপাতালে ৫ জন মারা যান। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো রিপোর্টে-

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ থেকে জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২২ জন মারা গেছেন। এদের মধ্যে করোনায় ১০ জন ও উপসর্গ নিয়ে ১২ জন মারা যান। আজ সকালে মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য জানান।
করোনায় মৃতরা হলেন- ময়মনসিংহ সদর উপজেলার খলিলুর রহমান (৭৫), নাসিমা (৫২), সাইফুজ্জামান (৩৯), গিয়াসউদ্দিন (৬২), সারোয়ার জাহান (৮১), মমতাজ বেগম (৮০), গৌরীপুরের মোবারক হোসেন শান্ত (১৬), নেত্রকোনা পুর্বধলার আব্দুর রউফ (৩৫), টাঙ্গাইল ঘাটাইলের আমেনা বেগম (৮০) ও মধুপুরের আবেদা খাতুন (৬০)।
উপসর্গ নিয়ে মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের আব্দুল হেলিম (৭০), ফজিলা খাতুন (৬০), সাইমুননেসা (৬৫), শামসুদ্দিন (৯০), সাইফুল (৬৫), তারাকান্দার আব্দুল খালেক (৬৭), আবু সালেহ (৫৫), ত্রিশালের হামিদা খাতুন (৪৬), মুক্তাগাছার খলিলুর রহমান (৫৮), ফুলপুরের আকবর (৭০), নেত্রকোনা সদরের জুলেখা (৬৫) ও পুর্বধলার হাবিবুর রহমান (৬২)।

স্টাফ রিপোর্টার, রাজশাহী থেকে জানান, রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় চারজন, উপসর্গ নিয়ে আটজন এবং করোনা নেগেটিভ হয়ে দুজন মারা গেছেন। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ এবং নাটোরের একজন করে মোট চারজন মারা গেছেন করোনা সংক্রমণে। করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে মারা গেছেন নাটোরের তিনজন, রাজশাহীর দুজন, নওগাঁর দুজন এবং চুয়াডাঙ্গার একজন। করোনা নেগেটিভ সত্ত্বেও অন্যান্য শারীরিক জটিলতায় রাজশাহীর একজন এবং কুষ্টিয়ার একজন মারা গেছেন।

কুষ্টিয়া প্রতিনিধি জানান, কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় চিকিৎসাধীন অবস্থায় আরো ৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৬ জনের করোনা পজিটিভ ও ১ জনের করোনা উপসর্গ ছিল। গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত জেলায় ৩৮৯ জনের নমুনা পরীক্ষা করে ১৪৩ জনের নতুন করে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৬.৭৬ শতাংশ। বর্তমানে হাসপাতালে ১৮৮ জন করোনায় আক্রান্ত রোগী ও ৩৯ জন উপসর্গ নিয়ে মোট ২২৭ জন ভর্তি রয়েছে।
চাঁদপুর প্রতিনিধি জানান, চাঁদপুরে গত ২৪ ঘন্টায় ৫ জনের মৃত্যুসহ ৪৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। সংগৃহীত মোট নমুনার সংখ্যা ছিল ১০৬০টি। নমুনা অনুপাতে আক্রান্ত শনাক্তের হার ৪২.০৭%। চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, নতুন আক্রান্তসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১০৯৯৯ জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৭৩ জন। এ পর্যন্ত সুস্থ ঘোষণা করা হয়েছে ৭২০৮ জনকে। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩৬১৮ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি আছেন ১১৯ জন। বাকীরা হোম আইসোলেশনে আছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status