ভারত

কোভিডের কালো অন্ধকারের মাঝখানেও রুপালি আলোর দিশা- ভুবনেশ্বর

বিশেষ সংবাদদাতা, কলকাতা

৪ আগস্ট ২০২১, বুধবার, ৯:৪৭ পূর্বাহ্ন

সারা দুনিয়া যেখানে কোভিডের কালো আঁধারে একটু আলোর দিশা দেখার জন্য ছটফট করছে, সেখানে ভারতের ওড়িশা রাজ্যের রাজধানী থেকে হঠাৎ ভেসে এল রুপালি আলোর ঝলক। ভুবনেশস্ব হল বিশ্বের প্রথম শহর যেখানে ১০০ শতাংশ মানুষের ভ্যাকসিন নেয়া হয়ে গেছে। ১৮ বছরের ঊর্ধ্বে ভুবনেশস্বে এমন কেউ নেই যার ভ্যাকসিন নেয়া হয়নি। বিশ্বের প্রথম শহর হল ভুবনেশ্বর যা ভ্যাকসিনেটেড সিটির দাবি করতে পারে। ভুবনেশস্ব এর ১৮ লক্ষ ৭৭ হাজার ১৭৮ জন বাসিন্দা ভ্যাকসিন পেয়েছেন। এর মধ্যে ১০ লক্ষ ৭১ হাজার ১৭৮ জন প্রথম ডোজ ও আট লক্ষ পাঁচহাজার ৫০২ জনের দুটি ডোজই হয়ে গেছে। ভুবনেশস্বে এক লক্ষ ৬০৭ জন কোভিড আক্রান্ত হয়েছিলেন, এর মধ্যে ৯৭ হাজার ১৫৪ জন আরোগ্য লাভ করেছেন। ওড়িশায় প্রথম কোভিড সংক্রমণ হয় ২০২০'র ১৫ মার্চ। প্রথম মৃত্যুর ঘটনা ঘটে এর একমাসের মধ্যে, সাত এপ্রিল। মঙ্গলবার ওড়িশায় করোনা আক্রান্তের সংখ্যা একহাজার ১২৯, এর মধ্যে ভুবনেশ্বরে আক্রান্ত সব থেকে কম।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status