অনলাইন

ভারসাম্যের চেষ্টা, ইরানে জরুরি প্রতিনিধি দল পাঠালো ঢাকা

মিজানুর রহমান

৪ আগস্ট ২০২১, বুধবার, ৯:২৩ পূর্বাহ্ন

সাইয়্যেদ ইব্রাহিম রাইসি

মধ্যপ্রাচ্যের ভ্রাতৃপ্রতিম অন্য রাষ্ট্রগুলোর মতো ইরানের সঙ্গে সম্পর্কের 'ভারসাম্য' আনতে চায় বাংলাদেশ। আর এ জন্য দেশটির নব নির্বাচিত প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রাইসির শপথ অনুষ্ঠানে প্রথমবারের মতো প্রতিনিধি দল পাঠিয়েছে ঢাকা। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ৩ সদস্যের ওই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। জরুরি ভিত্তিতে গতরাতে তারা তেহরানের উদ্দেশ্য রওনা করেছেন। ইরানের নতুন নেতৃত্বের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ বার্তা নিয়ে গেছেন তারা। আগামীকাল (৫ই আগস্ট) তেহরানের পার্লামেন্টে বর্ণাঢ্য এক আয়োজনে শপথ নেবেন প্রেসিডেন্ট রাইসি। এতে রাষ্ট্র ও সরকার প্রধানসহ পঞ্চাশের অধিক রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অতিথিরা স্বাস্থ্যবিধি মেনে সশরীরে অংশ নিচ্ছেন। ইরানী প্রশাসন ও স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে, মঙ্গলবার সর্বোচ্চ নেতার কাছ থেকে দায়িত্ব পেলেও রেওয়াজ অনুযায়ী জাতীয় সংসদে প্রেসিডেন্ট আনুষ্ঠানিকভাবে শপথ নেবেন। ঢাকার দাবি- ইরানের পরিবর্তিত নেতৃত্বের দায়িত্বগ্রহণের ওই শুভলগ্নে ঢাকা থেকে মন্ত্রী পর্যায়ের প্রতিনিধি প্রেরণ দুই দেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের গভীরতার বহিঃপ্রকাশ। ইরানের সঙ্গে বৈরিতা রয়েছে এমন অনেক দেশের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান হৃদ্যতায় কালো ছায়া পড়ার জুজুর ভয় উপেক্ষা করেই প্রতিনিধি দল প্রেরণ করেছে ঢাকা!

কর্মকর্তা এ-ও বলছেন, 'ডিপ্লোমেসি শুড বি ব্যালেন্স অ্যান্ড ইন্টারেস্ট বেইজড'- এক যুগের বেশি সময় ধরে এই নীতি চর্চায় শেখ হাসিনা সরকার যে পরিপক্বতা অর্জন করেছে এটা তারও প্রমাণ। তাছাড়া দুনিয়ার ক্ষমতাধরদের সঙ্গে অম্ল-মধুর সম্পর্কের চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে চলা মধ্যপ্রাচ্যের পরমাণুশক্তি সম্পন্ন ইরানের সঙ্গে ভাব জমাতে দক্ষিণ এশিয়ায় যে প্রতিযোগিতা রয়েছে, ডেলিগেশন পাঠিয়ে তাতেও ভারসাম্য আনার চেষ্টা করলো বাংলাদেশ। তেহরানের
স্থানীয় সূত্রের বরাতে বিশ্ব মিডিয়ার খবরে প্রকাশ- কোভিডের মধ্যে ইসলামি প্রজাতন্ত্র ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির শপথের রাষ্ট্রীয় অনুষ্ঠানের পূর্ণ প্রস্তুতি প্রায় সম্পন্ন। সংসদ সদস্য মোহাম্মদ আলী মোহসেনি বান্দপেয়িকে উদ্ধৃত করে বলা হয়, তিনি জানিয়েছেন, ৫ আগস্ট স্থানীয় সময় বিকেল ঠিক পাঁচটায় সাইয়্যেদ ইব্রাহিম রাইসি শপথ বাক্য পাঠ করবেন। শপথের কারণে আগামী সপ্তাহে ইরানের জাতীয় সংসদের অধিবেশন স্থগিত থাকছে।
গত ১৮ জুন ইরানে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সাইয়্যেদ ইব্রাহিম রাইসি ৬২ ভাগ ভোট পেয়ে ভূমিধস বিজয় লাভ করেন। তিনি প্রেসিডেন্ট হাসান রুহানির স্থলাভিষিক্ত হবেন এবং ইরানের অষ্টম প্রেসিডেন্ট হিসেবে আগামী চার বছরের জন্য দায়িত্ব পালন করবেন। শপথ গ্রহণের অনুষ্ঠানিকতার পর ইব্রাহিম রাইসি তার মন্ত্রিসভার সদস্যদের তালিকা সংসদ বরাবর পেশ করবেন এবং ৭ আগস্ট থেকে মন্ত্রিসভার সদস্যদের যোগ্যতা ও দক্ষতা যাচাই বাছাই শুরু হবে। ওই প্রক্রিয়া শেষ হতে সপ্তাহখানেকের মতো সময় লাগবে জানিয়েছেন ইরানের আরেক সংসদ সদস্য মোহসেন দেহনাভি বলেন, পরের সপ্তাহে জাতীয় সংসদে মন্ত্রিসভার সদস্যদের ব্যাপারে আস্থা ভোট অনুষ্ঠিত হবে। সম্ভাব্য মন্ত্রিসভার কোনো সদস্য আস্থা ভোটে হেরে গেলে প্রেসিডেন্টকে বিকল্প নাম প্রস্তাব করতে হবে।

এদিকে ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতীয় প্রতিনিধি দলকে আমন্ত্রণ জানিয়েছেন খোদ ইরানের নয়া প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। সূত্রের বরাতে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, গত মাসে রাশিয়া যাওয়ার পথে তেহরানে বিমানের রিফুয়েলিংয়ের জন্য যাত্রা বিরতি করেছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সেই সময়ে নব নির্বাচিত প্রেসিডেন্ট রাইসির সঙ্গে সৌজন্য সাক্ষাতের সুযোগ হয় তার। নির্বাচনে জয়লাভের পর বিদেশি কোন অতিথির সঙ্গে রাইসির এটাই ছিল প্রথম সাক্ষাৎ, ফলে জয়শঙ্করকে উষ্ণ অভ্যর্থনা জানান ইরানের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক। আর তখনই শপথ অনুষ্ঠানের আনুষ্ঠানিক আমন্ত্রণ পান জয়শঙ্কর। জবাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তরফে রাইসির প্রতি শুভ কামনা জানিয়ে বিশেষ বার্তা দেন দিল্লির মুখ্য কূটনীতিক ড. এস জয়শঙ্কর। রাতে সাউথ ব্লকের বরাতে ভারতীয় একাধিক সংবাদ মাধ্যম জানিয়েছে, অন্য ব্যস্ততা সত্ত্বেও ইরানের পরিবর্তিত নেতৃত্বের সঙ্গে সম্পর্কের নব-সূচনায় প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে জয়শঙ্করকেই পাঠাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কারণ ওই অনুষ্ঠানে বিদেশমন্ত্রী উপস্থিত হলে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজুত হবে। যদিও সেদিনই তেহরানে যাত্রা বিরতিকালে ইরানের বিদেশমন্ত্রী জাভেদ জারিফের সঙ্গে তার একদফা আলোচনা হয়েছে। সেখানে বার্নিং ইস্যু আফগানিস্তান পরিস্থিতি এবং উপসাগরীয় অঞ্চলে ইন্দো-ইরান সম্পর্ক মজবুত করার বিষয়ে তাদের মধ্যে কথা হয়। ইরানের সঙ্গে পরমাণু চুক্তি ও চাবাহার বন্দর নিয়েও দুই মন্ত্রীর মধ্যে আলোচনা হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status