বাংলারজমিন

ফের প্লাবিত বন্দরনগরী

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে

৪ আগস্ট ২০২১, বুধবার, ৭:৩৬ অপরাহ্ন

বৃষ্টিতে বন্দরনগরী চট্টগ্রামে আবারও জলবদ্ধতা তৈরি হয়েছে। সোমবার দিবাগত রাত থেকে পড়া থেমে থেমে বৃষ্টিতে শহরের অনেক জায়গা তলিয়ে গেছে। মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৭৫ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে বলে জানিয়েছে পতেঙ্গা আবহাওয়া অফিস। জানা গেছে, ভোর থেকে ভারী বৃষ্টির কারণে খাল ও নালা দিয়ে দ্রুত পানি নামতে না পারায় শহরের অনেক জায়গা তলিয়ে গেছে। বিশেষ করে হালিশহর, বাকলিয়া, মুরাদপুর, চকবাজার, ২নং গেট, চান্দগাঁও, প্রবর্তকসহ বেশকিছু নিম্নাঞ্চল প্রবল বর্ষণের কারণে প্লাবিত হয়েছে। সরজমিন দেখা যায়, এসব এলাকার কোথাও হাঁটুপানি, কোথাও কোমর পানি উঠে গেছে। এতে ওইসব এলাকার ব্যাপক জনদুর্ভোগ দেখা দিয়েছে। নিচু এলাকার অনেক দোকানপাটে পানি ঢুকে জিনিসপত্র নষ্ট হয়ে গেছে। এদিকে জলাবদ্ধতার কারণে ও গণপরিবহন বন্ধ থাকায় যারা টিকা গ্রহণ, ব্যাংক, তৈরি পোশাক কারখানাসহ বিভিন্ন কাজে গন্তব্যে বেরিয়েছেন তাদের দুর্ভোগ পোহাতে হয়েছে। এই বিষয়ে পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শেখ হারুনুর রশিদ জানান, ‘ভারী বৃষ্টি থাকলেও সমুদ্রবন্দরের জন্য কোনো সতর্কতা সংকেত নেই। তবে নদী-বন্দরকে ১ নম্বর নৌ সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status