বাংলারজমিন

পাইকগাছায় বৃৃদ্ধ পিতা-মাতাকে রাস্তায় ফেলে গেলেন সন্তানরা দায়িত্ব নিলেন ইউএনও

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা

৪ আগস্ট ২০২১, বুধবার, ৭:২২ অপরাহ্ন

খুলনার পাইকগাছায় বৃদ্ধ পিতা-মাতাকে রাস্তায় ফেলে গেছে ৪ সন্তান। পরে ওই পিতা-মাতার যাবতীয় ব্যয়ভার নেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। একইসঙ্গে ৩ ছেলেকে আইনি পদক্ষেপ নিতে থানায় সোপর্দ করেন ইউএনও। উপজেলার গদাইপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মো. আলতাফ হোসেন মুকুলকে দ্রুত ঘটনাস্থলে পাঠান উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। প্রশিক্ষক আলতাফ হোসেন ইউনিয়ন লিডার মো. ফয়সাল হোসেনকে সঙ্গে নিয়ে সরজমিন গিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। পরে উপজেলা নির্বাহী অফিসার তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যান। খুঁজে বের করেন ৪ ছেলেকে। ইএনও গদাইপুর ইউনিয়নের চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান, পাইকগাছা প্রেস ক্লাবের সাবেক সম্পাদক এসএম আলাউদ্দিন সোহাগ, সমাজ সেবক মাহফুজুল হক কিনু, জিএম নাসির উদ্দিন, মনিরুল ইসলামসহ স্থানীয়দের উপস্থিতিতে ৪ ছেলেকে ডেকে ঘটনার বিস্তারিত শোনেন ও অবগত হন ইউএনও। পরে বড় ছেলে রওশন গাজীর জিম্মায় বৃদ্ধ পিতা মেছের আলী গাজী (৯৮) ও মাতা সোনাভান বিবি (৮৬) কে রেখে বাকি ৩ ছেলে মতলেব গাজী, মশিয়ার গাজী ও মোশাররফ গাজীকে আইনি পদক্ষেপ নিতে থানায় সোপর্দ করেন। এদিকে বৃদ্ধ পিতা-মাতার জন্য বালতি, জগ, মগ, গামছাসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের একটি সেট এবং একমাসের খাবার দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। তাদের খাদ্য, চিকিৎসা, পোশাকসহ যাবতীয় ব্যয়ভার এখন থেকে উপজেলা প্রশাসন স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে বহন করবে বলে ইউএনও এবিএম খালিদ হোসেন সিদ্দিকী জানিয়েছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status