বাংলারজমিন

রামুতে কৃষকের ৫ হাজার লেবুগাছ কেটে দিলেন রেঞ্জ কর্মকর্তা

রামু (কক্সবাজার) প্রতিনিধি

৪ আগস্ট ২০২১, বুধবার, ৭:১৬ অপরাহ্ন

কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালায় দরিদ্র কৃষকের ৫ হাজার লেবুগাছ কেটে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এসব গাছে পুরোদমে ফলনও এসেছিল। ক্ষতিগ্রস্ত কৃষকের অভিযোগ- রেঞ্জ কর্মকর্তার দাবিকৃত চাঁদা না দেয়ায় পরিকল্পিতভাবে এসব গাছ কেটে দেয়া হয়েছে। এতে ওই কৃষকের ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষক নজির আলম জানিয়েছেন, জোয়ারিয়ানালা রেঞ্জের আওতাধীন বনাঞ্চলে সোনাইছড়ি খালের তীরে ৫ একর জমিতে ২০ বছর ধরে তিনি চাষাবাদ করে আসছেন। ওই এলাকায় এক সময় তিনি তরমজু, মরিচসহ বিভিন্ন সবজি চাষ করতেন। কিন্তু পরবর্তীতে সেখানে অপহরণকারী ও ডাকাত দলের উৎপাত বাড়লে তিনি ৮ বছর পূর্বে সেখানে লেবু চাষ শুরু করেন। বর্তমানে সব কটি গাছে লেবুর ফলন আসতে শুরু করেছে। প্রতিটি গাছে ১০০ থেকে ৫০০টি পর্যন্ত লেবু ধরেছে। তার এ সফলতা দেখে বনবিভাগের কতিপয় কর্মকর্তা-হেডম্যান তার কাছ থেকে চাঁদা দাবি করতে থাকে। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় গত ২৯শে জুলাই সকালে জোয়ারিয়ানালা রেঞ্জ কর্মকর্তা সুলতান মাহমুদ টিটুসহ একদল ভাড়াটে লোকজন তার লেবু বাগানে গিয়ে ফলবান এসব গাছ কাটা শুরু করে। এক পর্যায়ে তারা পুরো বাগানের ৫ হাজার লেবু গাছ কেটে দেয়। নজির আলম আরও জানান, জীবনের সব সঞ্চয় ও ব্যাংক থেকে ঋণ নিয়ে তিনি তিলে তিলে এ বাগান সৃজন করেছেন। এখন সবক’টি গাছ কেটে দেয়ায় তিনি একেবারে নিঃস্ব হয়ে গেছেন। নজির আলমের ছেলে আরিফ জানান, এক সপ্তাহ পূর্বে রেঞ্জ কর্মকর্তা সুলতান মাহমুদ টিটু তাকে অফিসে ডেকে নিয়ে লেবু বাগান রক্ষা করতে হলে ৩ লাখ টাকা দিতে বলেন। টাকা না দিলে পুরো বাগান কেটে দেয়ার হুমকি দেয়া হয়। এলাকাবাসী জানান, ওই জমিটি খালের তীরে হওয়ায় এলাকার অন্যদের মতো নজির আলমও চাষাবাদ করে জীবিকা নির্বাহ করে আসছিলেন। তিনি প্রচুর ব্যাংক ঋণ নিয়ে এ বাগান সৃজন করেন। কিন্তু বনবিভাগের রেঞ্জ কর্মকর্তার অমানবিক আচরণে নজির আলম এখন নিঃস্ব হয়ে পড়েছেন। এদিকে অভিযুক্ত জোয়ারিয়ানালা রেঞ্জ কর্মকর্তা সুলতান মাহমুদ টিটু চাঁদা দাবির বিষয়টি অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, বনবিভাগের সংরক্ষিত বনে বাগানটি সৃজন করায় সেটি কেটে দেয়া হয়েছে। আরও যারা এভাবে বন দখল করে বাগান করেছেন তাদের বাগানও উচ্ছেদ করা হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status