বিনোদন
শোক দিবসের নাটকে ছবি
স্টাফ রিপোর্টার
২০২১-০৮-০৪
শোক দিবস উপলক্ষে একটি নাটকে অভিনয় করলেন অভিনেত্রী ফারজানা ছবি। নাম ‘ছয় দরজা’। লিটু সাখাওয়াতের রচনায় এটি প্রযোজনা করেছেন আফরোজা সুলতানা। এটি আগামী ৭ই আগস্ট বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে। এতে ছবি অভিনয় করেছেন একজন সংগ্রামী নারীর চরিত্রে। এদিকে প্রচার চলতি দু’টি ধারাবাহিক নাটকে থাকছেন এই অভিনেত্রী। ধারাবাহিক দু’টি হলো কায়সার আহমেদের ‘বকুলপুর’ ও সালাউদ্দিনের ‘কাজলরেখা’।