খেলা

হোসেনপুর নিরাহারগাতী রাস্তার বেহাল দশা

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

৪ আগস্ট ২০২১, বুধবার, ৬:৫৫ অপরাহ্ন

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ৪নং আড়াইবাড়িয়া ইউনিয়নের নিরাহারগাতী গ্রামের রাস্তাটির বেহাল দশায় জনগণের ভোগান্তি ক্রমেই বেড়ে চলছে। বিগত ৩০ বছরেও এ রাস্তায় উন্নয়নের ছোঁয়া লাগেনি বলে জানা গেছে। সরজমিনে দেখা যায়, আড়াইবাড়িয়া ইউনিয়নের নিরাহারগাতী গ্রামের মালির দোকান থেকে ইন্তাজ আলীর বাড়ি পর্যন্ত দেড় কিলোমিটার কাঁচা রাস্তাটি বহুদিনের পুরনো। এ রাস্তা দিয়ে গ্রামের বিশাল জনগোষ্ঠীর নিত্যদিনের পারিবারিক, সামাজিক, ব্যবসায়িক ও শিক্ষার্থীদের আসা-যাওয়ার জন্য মেঠোপথের সঙ্গী আজও। বর্ষার মওসুমে সামান্য বৃষ্টি হলেই হাটু পর্যন্ত কাদার সৃষ্টি হয়। এছাড়াও কাঁচা রাস্তার বিভিন্ন অংশে ভাঙন ও গর্তের সৃষ্টি হয়েছে। নিরাহারগাতী গ্রামের আবুল হোসেন জানান, দেড় কিলোমিটার রাস্তায় কাদাযুক্ত ও ভাঙনের কারণে এ অঞ্চলের উৎপাদিত শস্য বাজারে বিক্রি করতে সমস্যা হচ্ছে। নিরাহারগাতী গ্রামের বাসিন্দা ও মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সারওয়ার ফেরদৌস জানান, জন্মের পর থেকেই নিরাহারগাতী গ্রামের কাঁচা রাস্তাটির করুণ অবস্থা দেখে আসছি। নির্বাচিত জনপ্রতিনিধিরা রাস্তার সংস্কার ও মেরামতের কথা দিলেও তা আজও বাস্তবায়ন হয়নি। আড়াইবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খুর্শিদ উদ্দিন জানান, হোসেনপুর উপজেলা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. আবদুল হককে নিয়ে রাস্তা সংস্কারের জন্য মেজারমেন্ট তৈরি করে গত দুই বছর পূর্বে উপজেলা পরিষদের মাসিক সভায় প্রস্তাব দেয়া হয়েছে। জনগণের চলাচলের জন্য রাস্তাটি সংস্কার একান্ত প্রয়োজন। জানতে চাইলে উপজেলা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. আবদুল হক বলেন, অবহেলিত গ্রামীণ রাস্তাটি সংস্কারের ব্যাপারে আইডি ভুক্ত করার চেষ্টা চলছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status