খেলা

ড্রেসিংরুমে মিলবে না খাবার

স্পোর্টস ডেস্ক

৩ আগস্ট ২০২১, মঙ্গলবার, ৩:২৭ অপরাহ্ন

৪ বছর পর অস্ট্রেলিয়াকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়ে এক প্রকার বিপাকে পরেছে বিসিবি। মুখে প্রকাশ না করলেও অজিদের আবদারে তারা যে বিরক্ত তা বিসিবি কর্তাদের অঙ্গভঙ্গি দেখেই বোঝা যাচ্ছে। করোনার সংক্রমণ এঁড়াতে অজিদের আবদারে কোণঠাসা হয়ে পড়ছে টাইগার ক্রিকেটারদের স্বাভাবিক চলাচল। সুরক্ষা বলয় রক্ষার্থে অস্ট্রেলিয়ার দেয়া লম্বা ফর্দে দেখা মিললো আরও একটি অদ্ভুত শর্তের। আর সেটি হলো- ম্যাচের দিন ড্রেসিং রুমে কোনো খাবার নিতে পারবেন না ক্রিকেটাররা।

আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। এরপরই প্রথম টি-টোয়েন্টির লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। ক্রিকেটাররা মাঠে নামার পূর্বে জানা গেলো, ম্যাচ চলাকালীন ক্রিকেটাররা ড্রেসিং রুমে পানি ছাড়া কোনো খাবার পাবেন না। ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) এমন শর্তও মেনে নিয়েছে বিসিবি। বিষয়টি অবশ্য আগেই ক্রিকেটারদের জানিয়ে দেয়া হয়েছে।

যদি কেউ খাবারের প্রয়োজন অনুভব করেন, তাকে মাঠে আসার সময় হোটেল থেকেই খাবার নিয়ে আসতে হবে।

সাধারণত ম্যাচ শেষে মাঠেই ডিনার করে হোটেলে ফেরেন ক্রিকেটাররা। তবে নতুন এই শর্তে একেবারে হোটেলে ফিরেই সারতে হবে খাওয়া-দাওয়ার পর্ব।

বিসিবির একটি সূত্র জানিয়েছে, ‘ক্রিকেটাররা মাঠে যে যার মতো হালকা খাবার নিয়ে আসবেন। আমরা কোনো ক্যাটারিং সার্ভিস থেকে খাবার নিচ্ছি না। এটি সিরিজের করোনা প্রটোকলেরই অংশ।’
হোটেলেও দুই দলের খাবারের ক্ষেত্রে থাকছে নানা রকম সতর্কতা। অস্ট্রেলিয়া দল তো সঙ্গে নিজেদের শেফও নিয়ে এসেছে।

শুধু এই শর্তই নয়। আরও অদ্ভুত সব শর্ত দিয়েছে অস্ট্রেলিয়া। যার মধ্যে একটি হচ্ছে, ম্যাচ চলাকালে দুই দলের ব্যাটসম্যানদের হাঁকানো কোনো বল ছক্কা হয়ে গ্যালারিতে গেলে সেই বলে আর খেলা হবে না নির্দিষ্ট দিনের ম্যাচে। তার পরিবর্তে দেয়া হবে কাছাকাছি মানের একটি বল। মাঠে যতবার ছক্কা হয়ে বল গ্যালারিতে যাবে ততবারই আম্পায়াররা বল পাল্টে দিতে বাধ্য থাকবেন। শুধু তাই নয় ম্যাচ শেষে সৌজন্য দেখাতে অজি দল বাংলাদেশের ক্রিকেটার, আম্পায়ারদের সঙ্গে হাত বা কনুই মেলাবে না।

মূলত করোনা পরিস্থিতির কারণে বায়ো বাবল প্রোটকল মানতেই এমন সব শর্ত দিয়েছে অস্ট্রেলিয়া। করোনায় বাংলাদেশের নাজুক অবস্থায় ভীত অজিরা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status