অনলাইন

মমতার ‘খেলা হবে’

মানবজমিন ডেস্ক

৩ আগস্ট ২০২১, মঙ্গলবার, ১১:০০ পূর্বাহ্ন

‘খেলা হবে’ কর্মসূচি শুরু করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তিনি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই কর্মসুচির উদ্বোধন করে স্পোর্টস ক্লাবগুলোর মধ্যে ফুটবল বিতরণ করেন। এক পর্যায়ে তাকে একটি ফুটবল নিয়ে খেলতে দেখা যায়। সম্প্রতি অনুষ্ঠিত রাজ্যসভা নির্বাচনে প্রথম ব্যবহার করা হয়েছিল ‘খেলা হবে’ স্লোগান। এ বিষয়ে তিনি আস্থা প্রকাশ করে বলেন, তৃণমূল কংগ্রেসের ‘খেলা হবে’ স্লোগান দেশজুড়ে জনপ্রিয় হবে। এ খবর দিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।

কর্মসূচির উদ্বোধন করে মমতা বলেন, বিশ্বাস করুন আর না-ই করুন। ‘খেলা হবে’ কিন্তু খুব জনপ্রিয় হয়েছে। আমরা এই স্লোগান দিয়েছিলাম পশ্চিমবঙ্গে। এখন এই স্লোগান উঠেছে পার্লামেন্টেও। খুব শিগগিরই এই স্লোগান ভারতজুড়ে জনপ্রিয় হবে। সামনের দিনগুলোতে সর্বত্রই ‘খেলা হবে’। এর আগে তিনি ঘোষণা দেন, পশ্চিমবঙ্গজুড়ে ১৬ই আগস্ট রাজ্য সরকার পালন করবে ‘খেলা হবে দিবস’। তিনি আরো বলেন, আমরা ২৫ হাজার ক্লাবের প্রতিটিকে ৫ লাখ রুপি করে দিয়েছি। খেলাধুলাকে আরো উন্নত করতে কমিউনিটি ডেভেলপমেন্ট কর্মসূচি সম্পন্ন করেছি। ‘খেলা হবে’ সামনে এগিয়ে নেয়ায় বিশ্বাস করি আমি। এটাকে খেলাধুলা পর্যন্ত নিয়ে যেতে চাই আমরা। জেলা পর্যায়ে যেসব ক্লাব আছে তাদের জন্য এক লাখ ফুটবল দেবো। এ ছাড়া মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের মতো জচনপ্রিয় ক্লাবগুলোকেও একই অনুদান দেবো। এ ছাড়া মুখ্যমন্ত্রী ‘সস্তা ইঙ্গিত’ নামে টেলিমেডিসিন কর্মসূচিরও উদ্বোধন করেন। এই কর্মসূচি রাজ্যের সব জেলায় পালিত হবে। এর আগে যেসব মাওবাদী পুলিশের কাছে আত্মসমর্পণ করেছিলেন তাদেরকে তিনি এদিন নিয়োগপত্র দেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status