খেলা

কেইন কি তবে সিটিতেই যাচ্ছেন?

স্পোর্টস ডেস্ক

৩ আগস্ট ২০২১, মঙ্গলবার, ১০:৫৭ পূর্বাহ্ন

সময়ের সেরা দুই স্ট্রাইকারদের একজন হ্যারি কেইন। গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লীগে ২৩ গোল করে জিতেছেন গোল্ডেন বুট। এর আগেও দুইবার প্রিমিয়ার লীগের সেরা গোলদাতা হয়েছেন। ২০১৮ বিশ্বকাপেরও গোল্ডেন বুটজয়ী কেইন। পেশাদার ক্যারিয়ারের পুরোটাই টটেনহ্যামে কাটিয়েছেন। একের পর এক গোল করেও দলকে জেতাতে পারেননি শিরোপা। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে দুইশ’রও বেশি গোল করলেও এখনো শিরোপার স্বাদ পাওয়া হয়নি কেইনের। ইংলিশ স্ট্রাইকার তাই টটেনহ্যাম ছাড়তে চান। আগে থেকেই ২৮ বছর বয়সী এই স্ট্রাইকারকে পেতে ১৬০ মিলিয়ন পাউন্ড নিয়ে বসে আছে ম্যানচেস্টার সিটি।

সোমবার টটেনহ্যাম তাদের নতুন মৌসুমের প্রস্তুতি শুরু করেছে। প্রথম দিনে অনুপস্থিত ছিলেন হ্যারি কেইন। ম্যানসিটি কেইনকে চাইলেও তাতে রাজি নয় টটেনহ্যাম। স্পার্সদের সঙ্গে ২০২৪ পর্যন্ত চুক্তি রয়েছে কেইনের। সার্জিও আগুয়েরো ক্লাব ছাড়ায় সিটি কোচ পেপ গার্দিওলা চাচ্ছেন কেইনকে। বায়ার্ন মিউনিখের পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভান্দোভস্কিও রয়েছে সিটিজেনদের পছন্দের তালিকায়। তবে পোলিশ তারকার বয়স বেশি হওয়ায় কেইনকে পেতে মরিয়া ইংলিশ চ্যাম্পিয়নরা। কেইনও চাচ্ছেন ক্লাব ছাড়তে। বিবিসি জানিয়েছে, ম্যানসিটির সাফল্য কেইনের মনে ঝড় তুলেছে। ক্যারিয়ারের সেরা সময়ে থাকতেই স্বাদ পেতে চান শিরোপার। গত মৌসুমে দুটি শিরোপা জিতেছে সিটি। উঠেছিল চ্যাম্পিয়নস লীগের ফাইনালে। অন্যদিকে টটেনহ্যাম লীগ শেষ করেছে সাতে থেকে। আগামী মৌসুমে ইউরোপিয়ান ক্লাব ফুটবলে খেলা হবে না টটেনহ্যামের। কেইন চ্যাম্পিয়নস লীগ খেলতে চান। বৃটিশ সংবাদমাধ্যমে খবর, ক্লাব বদলে কেইনের মরিয়া হয়ে ওঠার এটাও অন্যতম কারণ। সিটির ফুটবলারদের একধিকবার প্রশংসায় ভাসিয়েছেন কেইন। গত মৌসুমে প্রিমিয়ার লীগের সেরা খেলোয়াড় কেভিন ডি ব্রুইনাকে নিয়ে প্রায়ই উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে কেইনকে। মাসখানেক আগে এক সাক্ষাৎকারে কেইন বলেন, ‘সে (ব্রুইনা) যেভাবে সিটির গোল অবদান রাখে সেটা অসাধারণ। যেকোনো স্ট্রাইকারের জন্যই তার সঙ্গে খেলাটা হবে রোমাঞ্চকর অভিজ্ঞতা।’

অ্যাস্টন ভিলা তারকা জ্যাক গ্রিলিশকেও পেতে চায় ম্যানসিটি। ভিলা তাদের সেরা তারকাকে ছাড়তে নারাজ। গ্রিলিশের জন্য ১০০ মিলিয়ন পাউন্ড অফার করেছে সিটি। গ্রিলিশকে পেয়ে গেলে কেইনের জন্য আর ঝাঁপাবে না সিটিজেনরা। তবে সোমবার থেকে শুরু হওয়া অ্যাস্টন ভিলার অনুশীলনে যোগ দিয়েছেন ইংলিশ মিডফিল্ডার গ্রিলিশ। তাতে অবশ্য হতাশ হওয়ার কিছু নেই সিটির। ইউরোপিয়ান ফুটবলের গ্রীষ্মকালীন দলবদল চলবে ৩১শে আগস্ট পর্যন্ত।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status