অনলাইন

ঢাকার পথে জাপানের উপহারের আরও ৬ লাখ টিকা

কূটনৈতিক রিপোর্টার

২ আগস্ট ২০২১, সোমবার, ৮:৪৩ অপরাহ্ন

জাপান থেকে অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকার তৃতীয় চালান আসছে কাল। ঢাকাস্থ জাপান দূতাবাস এক ফেসবুক বার্তায় এ তথ্য জানিয়েছে। বলা হয়েছে, জাপানের স্থানীয় সময় সোমবার রাত সোয়া ৯টায় টোকিওর নারিতা বিমানবন্দর থেকে  ৬ লাখ ১৬ হাজার ৭ শ ৮০ডোজ টিকা বহনকারী উড়োজাহাজ ঢাকার উদ্দেশ্যে রওনা করেছে। মঙ্গলবার টিকা বহনকারী ক্যাথে প্যাসিফিকের ফ্লাইটটি ঢাকায় পৌঁছাবে। দূতাবাস জানায়, এটি পৌঁছানোর মধ্য দিয়ে বাংলাদেশে জাপান প্রদেয় টিকার সংখ্যা দাঁড়াবে ১৬ লাখ ৪৩ হাজার ৩০০ তে। কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশকে মোট ৩০ লাখ টিকা উপহার দেয়ার অঙ্গীকার রয়েছে উন্নয়ন বন্ধু জাপানের। টোকিও থেকে টিকা পরিবহনের মুহুর্তে দেশটিতে দায়িত্বরত বাংলাদেশ দূতাবাসের ইকোনমিক মিনিস্টার সৈয়দ নাসির এরশাদ নারিতা বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status