বাংলারজমিন

দেশের সকল মানুষকে টিকার আওতায় আনতে হবে: খাদ্যমন্ত্রী

পোরশা (নওগাঁ) প্রতিনিধি

৩ আগস্ট ২০২১, মঙ্গলবার, ৭:৫৯ অপরাহ্ন

দেশের সকল মানুষকে টিকার আওতায় আনতে হবে। করোনা সংক্রমণ কমাতে সকলকে টিকা গ্রহণ করতে হবে। সকল মানুষকে টিকার আওতায় আনতে স্থানীয় জনসম্পৃক্ততা গুরুত্বপূর্ণ। যেসব স্থানে লোক সমাগম বেশি হয় সেসব স্থানের জনগণকে প্রথম টিকা দেয়ার নির্দেশনা দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। গতকাল নিজ নির্বাচনী এলাকা পোরশা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ‘উপজেলার ভ্যাকসিনেশন কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়ন ও করোনার ঊর্ধ্বগতি রোধকল্পে জনসচেতনতা বৃদ্ধিতে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এ সময় খাদ্যমন্ত্রী আরও বলেন, ভ্যাকসিন নিয়ে কোনো ধরনের অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। এক সময় যারা টিকা নিয়ে অপপ্রচার চালিয়েছেন তারা এখন টিকা নিচ্ছেন। টিকা নেয়ার পাশাপাশি স্বাস্থ্যবিধিও মানতে হবে। উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হামিদ রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্‌ মঞ্জুর মোরশেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মাহবুব হাসান, থানার অফিসার ইনচার্জ শফিউল আজম খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মোল্লাহ উপস্থিত ছিলেন। মতবিনিময় শেষে তিনি করোনা মোকাবিলায় সম্মুখসারির যোদ্ধাদের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ করেন। পরে তিনি স্থানীয় খাদ্যগুদাম পরিদর্শন করেন। এরপর উপজেলার গোপালগঞ্জে আশ্রয়ণ-২ প্রকল্প পরিদর্শন করেন এবং সেখানে বসবাসরতদের মাঝে করোনাকালে প্রধানমন্ত্রীর সহায়তা কর্মসূচির আওতায় খাদ্য সামগ্রী বিতরণ করেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status