খেলা

অস্ট্রেলিয়ার গতি বনাম বাংলাদেশের স্পিন

ইশতিয়াক পারভেজ

৩ আগস্ট ২০২১, মঙ্গলবার, ৭:৫৩ অপরাহ্ন

২০০৬, বাংলাদেশ দল প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি সিরিজ খেলা শুরু করে। এরপর একে একে কেটে গেছে ১৫ বছর। তবে  এক যুগের বেশি সময়ে টেস্ট খেলুড়ে দেশের মধ্যে শুধু অস্ট্রেলিয়াকে পায়নি প্রতিপক্ষ হিসেবে। তবে টাইগারদের সেই আক্ষেপ আজ মিলিয়ে যাবে। মিরপুর শেরেবাংলা মাঠে সন্ধ্যা ৬টায় অজিদের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি  খেলতে নামবে বাংলাদেশ। নিজেদের মাটিতে ৫ ম্যাচের এই সিরিজকে বাংলাদেশের জন্য সুযোগ হিসেবে দেখছেন বোদ্ধারাও। তবে টাইগার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ বিষয়টি এত সহজ করে ভাবছেন না। তিনি বলেন, ‘বলা কঠিন, কারণ তারাও ভালো দল। ভালো ক্রিকেট খেলেই তাদের হারাতে হবে। আমরা স্কিল কতটা কাজে লাগাতে পারি, ম্যাচ কন্ডিশন ও সিচুয়েশন অনুযায়ী নিজেদের কতটা এপ্লাই করতে পারি এগুলোর ওপর নির্ভর করে। আশা করি ভালো সিরিজ হবে। জিম্বাবুয়েতে ভালো সিরিজ খেলেছি। আমাদের আত্মবিশ্বাস আছে।’
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জিতে দেশে ফিরে বাড়ি যেতে পারেননি টাইগাররা। কারণ, অস্ট্রেলিয়ার কড়া শর্ত বায়ো বাবল থেকে বের হওয়া যাবে না। তাই হোটেলে নিজেদের বন্দি করে নিতে হয়। ক্যাঙ্গারুদের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। তারা বাংলাদেশে এসেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হেরে। তবে সিরিজ জয়ের প্রত্যাশা থাকলেও চাপ নিতে নারাজ স্বাগতিক টাইগার অধিনায়ক। রিয়াদ বলেন, ‘চাপ, প্রত্যাশা থাকবেই। কীভাবে তা সামলাচ্ছেন তা-ই বড় কথা। ভালো কিছু করবো- সবাই এটা প্রত্যাশা করছে, এটা আমাদের আত্মবিশ্বাস যোগাবে। দলের প্রত্যেক খেলোয়াড় সর্বোচ্চটা দেয়ার জন্য উদগ্রীব হয়ে আছে।’
আইসিসি র‌্যাঙ্কিংয়ে টাইগারদের অবস্থান আফগানিস্তানের পর দশম। এখন পর্যন্ত এই ফরম্যাটে ৩২  দ্বিপক্ষীয় সিরিজ খেলে মাত্র ৭ জয়ের বিপরীতে হেরেছে ১৯ টিতে। সবমিলিয়ে ১০২টি ম্যাচ খেলে ৩৪টিতে জয়। এর মধ্যে নিজেদের মাটিতে ১৭ জয় এসেছে ৩৯ ম্যাচ খেলে।
র‌্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়ার অবস্থান ৫ নম্বরে। তবে এবার বাংলাদেশ সফরে তাদের নিয়মিত অধিনায়কসহ  বেশ কয়েকজন তারকা ক্রিকেটার আসেননি। বলা হচ্ছে দ্বিতীয় সারির দলই পাঠিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে অস্ট্রেলিয়ার পেস বোলিং বিভাগ বরাবরের মতোই তুখোড়। দলে রয়েছেন মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড, অ্যান্ড্রু টাই, মিচেল মার্শরা। অন্যদিকে বাংলাদেশ দলও নামছে একেবারে তরুণ দল নিয়ে। দলে নেই শীর্ষ তিন ব্যাটসম্যান তামিম ইকবাল, মুশফিকুর রহীম ও লিটন দাস। মাহমুদুল্লাহ বলেন, ‘এটা শুধু তরুণদের জন্যই না, এটা পুরো দলের জন্যই সুযোগ। অস্ট্রেলিয়ার সঙ্গে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ খেলছি। এটা প্রত্যেক খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট, দেশের জন্য অনেক বড় সুযোগ। যদি ভালো কিছু করতে পারি তাহলে বড় অর্জন হবে।’
জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে হার দেখেছিল টাইগাররা। তবে  তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে সিরিজ জেতে বাংলাদেশ। দলের সিরিজ জয়ে অবদান রাখেন নূরুল হাসান সোহানসহ তরুণ শামীম পাটোয়ারী, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিনরা। অধিনায়ক রিয়াদ বলেন, ‘সোহান, আফিফ, শামীম তাদের সামর্থ্য আছে ম্যাচ ফিনিশ করার। ভালো ছন্দে আছে। তাদের ওপর পূর্ণ আস্থা রাখছি। এই সিরিজে তারা তাদের প্রতিভা এবং স্কিলের প্রতি সুবিচার করতে পারবে। আমি প্রায় সময় টি-টোয়েন্টিতে ৫-৬ নম্বরে ব্যাট করেছি। গত সিরিজে আমি ওপরে ব্যাট করেছি। হয়তো এই সিরিজেও ওপরে ব্যাট করতে হতে পারে। ইনশাআল্লাহ্‌? চেষ্টা করবো দলের প্রয়োজনে অবদান রাখার।’
কেমন হবে অজিদের বিপক্ষে একাদশ ও উইকেট? রিয়াদ বলেন বলেন, ‘অস্ট্রেলিয়ার উইকেট আর বাংলাদেশের উইকেটে আকাশ-পাতাল তফাৎ। ওখানকার উইকেট গতিময়, বাউন্স আছে, বল ব্যাটে সুন্দর আসে। বাংলাদেশে পিচের কন্ডিশন দ্রুত বুঝতে পারলে উইকেটে ভালো করা যায়। এভাবে কন্ডিশন বিচার করে খেলতে হবে, যা দুই দলের জন্যই চ্যালেঞ্জিং হতে পারে। আমার খেলার অভিজ্ঞতা বলে মিরপুরে উইকেট অনুমান করা কঠিন। এদিকে মেঘলা আবহাওয়া। টস খুব গুরুত্বপূর্ণ হবে। যেমন উইকেটই হোক স্পোর্টিং হোক বা বোলিং ফ্রেন্ডলি, যেকোনো ধরনের উইকেটে আমরা খেলতে প্রস্তুত।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status