খেলা

অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটে-বলে সেরা সাকিবই

স্পোর্টস ডেস্ক

৩ আগস্ট ২০২১, মঙ্গলবার, ৭:৫৩ অপরাহ্ন

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলছেন না দুই অভিজ্ঞ ব্যাটসম্যান তামিম ইকবাল ও মুশফিকুর রহীম। ইনজুরির কারণে সিরিজের শুরুতে দেখা যাবে না তারকা পেসার মোস্তাফিজুর রহমানকেও। সন্দেহ নেই, টাইগারভক্তদের নজর থাকবে সাকিব আল হাসানের ওপর। আর ইতিহাস-পরিসংখ্যান বলছে, অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি ফরম্যাটের ক্রিকেটে ব্যাটে-বলে বাংলাদেশের সেরা সাকিবই। টি-টোয়েন্টি ক্রিকেটে এ পর্যন্ত চারবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। চার সাক্ষাতই টি-টোয়েন্টি বিশ্বকাপে। এবারই প্রথম দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজ খেলছে দু’দল। অস্ট্রেলিয়ার বিপক্ষে চার টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ৩৫.৭৫ গড়ে চার ইনিংসে সাকিবের সংগ্রহ ১৪৩ রান। আর বল হাতে শিকার  ৫ উইকেট। অস্ট্রেলিয়ার বিপক্ষে এই ফরম্যাটে সাকিবের সেরা বোলিং ফিগার ৩/২৭। টি-টোয়েন্টি ফরম্যাটে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের কোনো খেলোয়াড়ের সেরা বোলিং ফিগারও এটি। বল হাতেও মিতব্যয়ী সাকিব। অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০ ওভারের খেলায় বাংলাদেশের এ বাঁ-হাতি বোলারের ইকোনমি ৭.৮৪।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের একজনই হাফসেঞ্চুরি করেছেন, তিনি সাকিব। সেটি ছিল মিরপুর শেরেবাংলা মাঠেই।
২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে ৭ উইকেটে জয় পায় অস্ট্রেলিয়া। ওই ম্যাচে ব্যাট হাতে ৫২ বলে ৫ বাউন্ডারি আর ৩ ছক্কায় ৬৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন সাকিব। মুশফিকুর রহীম করেন ৩৬ বলে ৪৭ রান। বাংলাদেশ ৫ উইকেটে ১৫৩ রানের স্কোর দাঁড় করায়। জবাবে অ্যারন ফিঞ্চ ৪৫ বলে ৭১ আর ডেভিড ওয়ার্নার ৩৫ বলে ৪৮ রানের দুটি কার্যকর ইনিংস খেললে অস্ট্রেলিয়া ৭ উইকেট হাতে রেখেই পৌঁছে যায় জয়ের বন্দরে। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বেঙ্গালুরুতে সাকিবের দুর্দান্ত অলরাউন্ডিং পারফরম্যান্সে অস্ট্রেলিয়ার সঙ্গে প্রায় সমান তালে লড়ে ৩ উইকেটে হার মানে টাইগাররা। সাকিব সে ম্যাচে ব্যাট ও বল হাতে ছিলেন সমান উজ্জ্বল। প্রথমে ব্যাট হাতে ২৫ বলে খেলেন ৩৩ রানের ইনিংস। তারপর বল হাতে নেন ৪ ওভারে ২৭ রান দিয়ে ৩ উইকেট। মাহমুদুল্লাহ রিয়াদের ২৯ বলে ৪৯ আর সাকিবের ৩৩ রানে ভর করে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৫৬ রানে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status