খেলা

স্টুয়ার্ট হলের চুক্তি নবায়ন করেনি সাইফ

স্পোর্টস রিপোর্টার

৩ আগস্ট ২০২১, মঙ্গলবার, ৭:৫১ অপরাহ্ন

সাইফ স্পোর্টিংয়ের সঙ্গে স্টুয়ার্ট হলের সঙ্গে চুক্তি ছিল ৬ মাসের। সেটা শেষ হয়েছে গত ৩১শে জুলাই। বাংলাদেশ প্রিমিয়ার লীগের এখনো সাত রাউন্ড ম্যাচ বাকি। তবুও অবশিষ্ট ম্যাচগুলোর জন্য বৃটিশ এই কোচের সঙ্গে চুক্তি নবায়ন করেনি ক্লাবটি।
সাইফ স্পোর্টিং মৌসুমের শুরুতে বেলজিয়ান কোচ পল পুটকে নিয়োগ দেয়। তার অধীনে সাইফ স্পোর্টিং প্রথম ফেডারেশন কাপের ফাইনাল খেলে। পারিবারিক কারণ দেখিয়ে পল পুট লীগ শুরুর পর চলে যান। তার জায়গায় পুরনো কোচ স্টুয়ার্ট হলকে ফিরিয়ে আনে সাইফ। এরআগে ২০১৮ সালে সাইফে কাজ করে গেছেন হল। তার দ্বিতীয় মেয়াদে শুরুটা মোটেও ভালো হয়নি জামাল ভূঁইয়াদের। টানা তিন ম্যাচে হার দিয়ে দ্বিতীয় লেগ শুরু করে ফেডারেশন কাপের রানার্সআপরা। মাঝে দলটি ঘুরে দাঁড়ালেও মাঠের পারফরম্যান্সে কর্মকর্তাদের মন যোগাতে পারেননি হল। হলের বিদায় প্রসঙ্গে সাইফ স্পোর্টিং ক্লাব লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার নাসিরউদ্দিন চৌধুরী বলেন, ‘আমাদের সঙ্গে তার নির্ধারিত চুক্তি শেষ। তার সঙ্গে আমরা নতুন করে চুক্তিতে আগ্রহী নই।’ বৃটিশ কোচের সঙ্গে চুক্তি না বাড়ানোর কারণ প্রসঙ্গে তিনি বলেন, ‘তার অধীনে আমাদের পারফরম্যান্স ভালো হয়নি। বিশেষ করে আমরা বেশ কয়েকটি ম্যাচে গোল হজম করেছি।’ সাইফ স্পোর্টিং গত চার বছরে জাতীয় দলে সবচেয়ে বেশি তরুণ ফুটবলার জোগান দিয়েছে। তেমনি প্রিমিয়ার লীগের ক্লাবগুলোর মধ্যে গত কয়েক বছরের মধ্যে সর্বাধিক বিদেশি কোচ নিয়োগ দিয়ে তাদের আবার বরখাস্ত করেছে। এর প্রভাব দলের পারফরম্যান্সেও পড়েছে মাঝে মধ্যেই। এবার স্টুয়ার্ট হলের স্থলাভিষিক্ত হবেন তার সহকারী হিসেবে কাজ করা সাবেক জাতীয় ফুটবলার জুলফিকার মাহমুদ মিন্টু। মিন্টু এর আগেও সাইফের ভারপ্রাপ্ত কোচ হিসেবে দু’দফা দায়িত্ব পালন করেছেন।  
 
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status