বাংলারজমিন

সীতাকুণ্ড তাঁতী লীগের সুরক্ষা সামগ্রী বিতরণ

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

২ আগস্ট ২০২১, সোমবার, ১১:১৯ পূর্বাহ্ন

শোকাবহ আগস্টের প্রথম দিনে সীতাকুণ্ড উপজেলা তাঁতীলীগের উদ্যোগে করোনাকালীন মৃত ব্যক্তির দাফন, কাফন, সৎকারসহ যাবতীয় কর্মকাণ্ডের জন্য মাদাম বিবির হাট অফিস প্রাঙ্গণ হযরত শাহজানিয়া শাহ (রা.) দরগাহ মাঠে গাউসিয়া কমিটি বাংলাদেশ সীতাকুণ্ড উপজেলা মানবিক টিমের নেতৃবৃন্দদের হাতে মাস্ক, হ্যান্ড গ্লাভস, স্যানিটাইজার এবং ফেইস শিল্ড তুলে দেন আওয়ামী লীগ এবং উপজেলা তাঁতীলীগের নেতৃবৃন্দরা। এ সময় উপসি'ত ছিলেন ভাটিয়ারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খায়রুল আজম জসিম, উপজেলা আওয়ামী লীগের সাবেক স্বাস'্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মুহাম্মদ ইউসুফ, ভাটিয়ারী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক সালেহ আহম্মদ, সাবেক সংস্কৃতি বিষয়ক সম্পাদক শামীম ইউসুফ, আওয়ামী লীগ নেতা মুজিবর রহমান, সাবেক আইন বিষয়ক সম্পাদক এবং উপজেলা মৎসজীবী লীগের আহবায়ক মোং রফিক, সীতাকুণ্ড উপজেলা তাঁতীলীগের আহবায়ক ইউসুঢ আলী লিটন, সদস্য সচিব গিয়াস উদ্দিন টিটু, যুগ্ম আহ্বায়ক পারভেজ বাবু। সদস্য নাজিমুদ্দিন, জিয়াউদ্দিন, টিপু, মোং আক্তার, আসিফ উদ্দিন, ইব্রাহিম তুহিন বাপ্পি, আবদুল আজিজ, মো. আলাউদ্দিন, মো. ইকবাল হোসেন, মো. মাইনুদ্দিন সহ আরো অনেক। গাউসিয়া কমিটি বাংলাদেশ ভাটিয়ারী ইউনিয়ন শাখার সহসভাপতি হাজি আশরাফ, সাধারণত সম্পাদক মুহাম্মদ আলী আকবর, সাংগঠনিক সম্পাদক হাজি আবদুল রহিম ও মানবিক টিমের সকল সদস্যবৃন্দ।
অনুষ্ঠান শেষে দেশের কল্যাণ, শান্তি এবং হাজার বছরের শ্রেষ্ট বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানসহ ১৫ আগস্ট নিহত পরিবারের সকল সদস্যদের জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন মানবিক টিমের সদস্য মো. নুরুউদ্দিন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status