অনলাইন

আইইডিসিআর-এর গবেষণা

টিকা না নেয়াদের মৃত্যুহার ৩ শতাংশ, টিকা নেয়াদের ০.৩ শতাংশ

অনলাইন ডেস্ক

২ আগস্ট ২০২১, সোমবার, ১১:০০ পূর্বাহ্ন

করোনার টিকা না নেয়া আক্রান্ত রোগীদের মধ্যে শ্বাস-প্রশ্বাসজনিত জটিলতার হার অন্তত ১০ শতাংশ বেশি বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। চলতি বছরের মে ও জুন মাসে কোভিড আক্রান্তদের মধ্যে পরিচালিত একটি গবেষণায় এ তথ্য উঠে এসেছে। গতকাল এক বিজ্ঞপ্তির মাধ্যমে ওই গবেষণার ফলাফল জানিয়েছে আইইডিসিআর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) কোভিড-১৯ টিকা গ্রহণকারীদের মধ্যে এন্টিবডির উপস্থিতির পাশাপশি, টিকা গ্রহণকারীদের মধ্যে আক্রান্তদের রোগের গতিবিধি পর্যালোচনা করছে। এরই ধারাবাহিকতায় ২০২১ সালের মে ও জুন মাসে কোভিড-১৯ আক্রান্তদের মধ্যে একটি গবেষণা পরিচালনা করা হয়।

এ গবেষণায় বিগত মে ও জুন মাসে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের জাতীয় তালিকা হতে দ্বৈবচয়নের ভিত্তিতে নির্বাচিত ত্রিশোর্ধ্ব ১৩৩৪ জনের মধ্যে, ৫৯২ জন আক্রান্ত রোগী যারা একটি ডোজও কোভিড-১৯ টিকা গ্রহণ করেননি এবং ৩০৬ জন পূর্ণ ডোজ (২ ডোজ) গ্রহণ করায় অন্তত ১৪ দিন পর নতুন করে কোভিড-১৯ আক্রান্ত হয়েছে তারা অংশগ্রহণ করেন। আক্রান্ত রোগীদের শনাক্ত হওয়ার কমপক্ষে ১৪ দিন অতিবাহিত হওয়ার পর সাক্ষাৎকার গ্রহণ করা হয়।

গবেষণায় দেখা যায়, টিকা না নেয়া আক্রান্ত রোগীদের মধ্যে শ্বাস-প্রশ্বাস জনিত জটিলতার হার ছিল ১১ শতাংশ। এবং পূর্ণ ডোজ টিকা গ্রহণ পরবর্তী আক্রান্ত রোগীদের মধ্যে ছিল ৪ শতাংশ। অসংক্রামক রোগে আক্রান্ত টিকা না নেয়া কোভিড-১৯ রোগীদের মধ্যে শ্বাস-প্রশ্বাস জনিত জটিলতার হার এবং পূর্ণ ডোজ টিকা গ্রহণ পরবর্তী আক্রান্তদের তুলনায় ১০ শতাংশ বেশি পাওয়ায় যায়।

হাসপাতালে ভর্তির হার টিকা না নেয়া আক্রান্ত রোগীদের মধ্যে ২৩ শতাংশ এবং পূর্ণ ডোজ টিকা গ্রহণ পরবর্তী আক্রান্ত রোগীদের মধ্যে ছিল ৭ শতাংশ। অসংক্রামক রোগে আক্রান্ত টিকা না নেয়া কোভিড-১৯ রোগীদের মধ্যে হাসপাতালে ভর্তির হার ছিল ৩২ শতাংশ এবং পূর্ণ ডোজ টিকা গ্রহণ পরবর্তী আক্রান্তদের মধ্যে যা ছিল ১০ শতাংশ। একের অধিক অসংক্রামক রোগে আক্রান্ত টিকা না নেয়া কোভিড-১৯ রোগীদের হাসপাতালে ভর্তির হার, পূর্ণ ডোজ টিকা গ্রহণকারীদের তুলনাং ১৬ শতাংশ বেশি ছিল।

গবেষণায় অংশগ্রহণকারী টিকা না নেয়া আক্রান্ত রোগীদের মধ্যে ১৯ জনের (৩ শতাংশ) আইসিইউতে ভর্তির প্রয়োজন হয়েছিল এবং পূর্ণ ডোজ টিকা গ্রহণ পরবর্তী আক্রান্ত রোগীদের মধ্যে ৩ জনের (১ শতাংশের কম) আইসিইউতে ভর্তির প্রয়োজন হয়েছিল। টিকা না নেয়া আক্রান্ত রোগীদের মধ্যে ১৭ জন (৩ শতাংশ) রোগী মৃত্যুবরণ করেন এবং টিকা গ্রহণ পরবর্তী আক্রান্তদের মধ্যে ১ জন (০.৩ শতাংশ) রোগী মৃত্যুবরণ করেন।
উপরোক্ত গবেষণায় দেখা যায়, কোভিড-১৯ রোগে পূর্ণ ডোজ টিকা গ্রহণকারীদের তুলনায় টিকা না নেয়া আক্রান্তদের মধ্যে অধিকহারে শ্বাস-প্রশ্বাস জনিত জটিলতা, অধিক হাসপাতালে ভর্তি ও অধিক মৃত্যু ঝুঁকির আশঙ্কা রয়েছে। আইইডিসিআর কোভিড-১৯ রোগ প্রতিরোধে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি পূর্ণ ডোজ কোভিড-১৯ টিকা গ্রহণের জন্য সবাইকে আহ্বান জানাচ্ছে যা পরবর্তী কোভিড-১৯ রোগে আক্রান্তদের জটিলতা কমাতে সহায়তা করবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status