অনলাইন

লন্ডনে বাংলাদেশের ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্টিত

খালেদ মাসুদ রনি, ব্রিটেন থেকে

২ আগস্ট ২০২১, সোমবার, ৯:৫৩ পূর্বাহ্ন

কোন মেস্তরি নাও বানাইলো কেমন দেখা যায়, ঝিলমিল করে রে ময়ূরপঙ্খী নায়।চন্দ্র-সূয বান্ধা আছে নাওয়েরই আগায়, দূরবীনে দেখিয়া পথ মাঝি-মাল্লা বায়।ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাও।হারা-জিতা চুবের বেলা কার পানে কে চায়…।শাহ আব্দুল করিমের এই গানের সুরে ও হৈহুল্লোড়ের মধ্য দিয়ে ব্রিটেনে অনুষ্টিত হয়েছে বাংলাদেশের ঐতিহ্যবাহী নৌকা বাইচ(দৌড়)প্রতিযোগিতা।ব্রিটিশ বাংলাদেশীদের মাঝে বাঙ্গালী সংস্কৃতি ছড়িয়ে দিতে নৌকা বাইচ উৎসবটি আয়োজন করে লন্ডনের টাওয়ার হ্যামলেটস এর স্বেচ্ছাসেবী চ্যারিটি সংস্থা ফিফটি একটিভ ক্লাব ইউকে।

গতকাল পহেলা আগস্ট রোববার লন্ডনের ফেয়ারলুপ কান্ট্রি পার্কে এ উৎসব অনুষ্টিত হয়।পরিবারে সকলকে উৎসবে টানতে নৌকা বাইচ ছাড়াও বিভিন্ন প্রতিযোগীতার আয়োজন করে কতৃপক্ষ। উৎসবে নৌকা বাইচ প্রধান প্রতিযোগীতা হলেও আয়োজনকারীরা বিভিন্ন খেলাধুলার ব্যবস্থা রেখে ছিলেন।এসবের মধ্যে ছিলো ক্যারাম খেলা,টাগ অব ওয়ার,লুঙ্গি খেলা এবং শিশুদের জন্য বিভিন্ন খেলার প্রতিযোগীতা।নৌকা বাইচে প্রতিটি দলের প্রতিনিধিত্ব করেন বাংলাদেশের একেকটি এলাকার প্রবাসীরা।সামার হলিডে থাকায় বিপুল সংখ্যক শিশু ছাড়াও অংশ গ্রহন করেন নানা বয়সের মানুষ।

এবারের নৌকা বাইচে সুনামগজ্ঞের দিরাই উপজেলা প্রথম স্থান অধিকার করে,দ্বিতীয় স্থান অধিকার করে গোলাপগজ্ঞ উপজেলা।নৌকা বাইচ শেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার তুলে দেন অতিথি বৃন্দ।এসময় উপস্থিত ছিলেন,ফিফটি একটিভ ক্লাব ইউকে’র চেয়ারম্যান দৌলত খান বাবুল, সেক্রেটারী সৈয়দ সালিক আহমেদ, বাংলাদেশ কো অর্ডিনেটর রশিদ আলী প্রমূখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status