বাংলারজমিন

নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের উপচে পড়া ভিড়

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

২ আগস্ট ২০২১, সোমবার, ৮:১২ অপরাহ্ন

নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের উপচেপড়া ভিড়। স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হিমশিম খাচ্ছেন ডাক্তার, নার্স ও আয়ারা। করোনাভাইরাস সংক্রমণ রোধে টেস্ট, টিকা গ্রহণকারীদের তালিকা সংরক্ষণ, টিকা প্রদান, আউটডোরে বিভিন্ন উপসর্গ নিয়ে আসা রোগীদের সামাল দিতে ব্যস্ত চিকিৎসকরা।
এ ব্যাপারে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শহিদুল ইসলাম বলেন, ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ৫৮ জন করোনা রোগী ভর্তি। ১৭ জন রোগী অন্য রোগে ইনডোরে ভর্তি। এখন মহিলা-পুরুষ বলতে কিছুই নেই। এখন রোগী হিসেবে ধরা হয়েছে। ভেতরে, বাইরে, বারান্দায় রোগীদের জরুরি চিকিৎসাসেবা দেয়া হচ্ছে। ৫০ জনের খাবার ৭৫ জন রোগীর মাঝে বিতরণ করতে হচ্ছে। জানা গেছে, সেন্ট্রাল অক্সিজেন মেনিফোল্ডের আউটলেট আছে ৩০টি। কিন্তু বর্তমানে রোগী যে হারে বৃদ্ধি পাচ্ছে তাতে আরও ৩০টি আউটলেট দরকার। প্রায় ১০ হাজার নমুনা সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে প্রায় ৬ হাজার পজেটিভ হয়েছে। ২৬ জনের মৃত্যু হয়েছে।
এ ব্যাপারে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এইচএম সালাউদ্দীন মনজু বলেন, আইনশৃঙ্খলা বাহিনী ও আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি মানুষের মধ্যে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে অর্থদণ্ড করা হচ্ছে। কিন্তু নানা ধরনের অজুহাতে মানুষ রাস্তায় চলাচল করছে। আরও কঠোর অবস্থানের বিকল্প নেই। দোহার উপজেলা নির্বাহী অফিসার এএফএম ফিরুজ মাহমুদ জানান- অর্থদণ্ড নয়, গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে যেকোনো ধরনের কর্মসূচি বাস্তবায়নে আমরা মাঠে আছি।
নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শহিদুল ইসলাম বলেন, আমাদের অভিভাবক এমপি সালমান এফ রহমানের নির্দেশে রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে যা প্রয়োজন তা করতে আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। অতি জরুরি ছাড়া কোনো রোগী ঢাকায় পাঠানোর প্রয়োজন নেই। আইসিইউ ছাড়া সকল প্রকার সেবা দেয়ার জন্য ডাক্তার, নাস, ওয়ার্ড এবং অক্সিজেন মেনিফোল্ডের সুবিধা প্রস্তুত আছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status