বাংলারজমিন

শেরপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

২০২১-০৮-০২

শেরপুরে একটি বেসরকারি ক্লিনিকে ভুল চিকিৎসায় চানমিয়া মণ্ডল (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যুর খবর পাওয়া গেছে। গত শনিবার সন্ধ্যায় উপজেলার ৪নং খানপুর ইউনিয়নের ভাণ্ডার কাফুরা গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, চানমিয়া পেটের ব্যথায় অসুস্থ হয়ে শেরপুর পৌর শহরের জগন্নাথ পাড়ায় একটি নার্সিং হোম ক্লিনিকে চিকিৎসার জন্য ভর্তি হয়। পরে সেখানে একদল চিকিৎসক ওই রোগীর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে ওই রাতেই তড়িঘড়ি করে পৃত্তথলির পাথর অপারেশনের জন্য তাকে ওটি টেবিলে নেয়। সেখানে অপারেশন শেষে ওই রোগীর জ্ঞান না ফেরায় ওটির টেবিলেই চানমিয়া মারা যান।
অতঃপর মধ্যরাতে শেরপুর থানার এসআই সাইফ আহম্মেদ ওই ক্লিনিকে উপস্থিত হয়ে বিষয়টি থানার অফিসার ইনচার্জকে অবহিত করেন। শেরপুর থানার এসআই সাইফ আহম্মেদ বলেন, রাতে ওসি স্যারের নির্দেশে ওই ক্লিনিকে যাই। সেখানে মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া করা সম্ভব হয়নি।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status