দেশ বিদেশ

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় ট্রাফিক পুলিশ নিহত

স্টাফ রিপোর্টার

২ আগস্ট ২০২১, সোমবার, ৮:১১ অপরাহ্ন

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে দায়িত্ব পালনের সময় মাইক্রোবাসের চাপায় ট্রাফিক পুলিশের একজন কনস্টেবলের মৃত্যু হয়েছে। তার নাম মোহাম্মদ হেলাল উদ্দিন (৫০)। গতকাল বেলা পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনার শিকার হন। ডিএমপি’র ট্রাফিক তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনে কর্মরত ছিলেন হেলাল।
তেজগাঁও ট্রাফিক বিভাগের ডিসি মো. সাহেদ আল মাসুদ জানান, হেলাল প্রতিদিনের মতো ডিউটি করছিলেন। সোহরাওয়ার্দী হাসপাতালের ভেতরে থাকা গাড়ি বের হওয়ার জন্য মিরপুর সড়কের গাড়িগুলোকে থামার সংকেত দেন। এরই মধ্যে নবীনগর থেকে আসা একটি মাইক্রোবাস সংকেত অমান্য করে চলে যাওয়ার সময় কনস্টেবল হেলালকে ধাক্কা দেয়। এতে হেলাল পড়ে গেলে চালক তার উপর দিয়ে মাইক্রোবাস চালিয়ে চলে যায়। গুরুতর আহত কনস্টেবল হেলালকে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মাইক্রোবাসটি জব্দ করা হলেও এর চালক পালিয়ে যায়। মাইক্রোবাসটি শিক্ষক আনা-নেয়ার জন্য জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) ভাড়া নিয়েছিল। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে চালকের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করবে। গাড়িটি জব্দ করা হয়েছে। জানা গেছে, নিহত কনস্টেবল হেলালের স্ত্রীসহ নবম শ্রেণি পড়ুয়া এক মেয়ে রয়েছে। তিনি মিরপুরের পুলিশ ব্যারাকে থাকতেন। গ্রামের বাড়ি গাজীপুরের কালিয়াকৈরে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status