বাংলারজমিন

সিলেট মহানগর যুবলীগের অক্সিজেন সেবার উদ্বোধন

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

২ আগস্ট ২০২১, সোমবার, ৮:১১ অপরাহ্ন

সিলেট মহানগর যুবলীগের উদ্যোগে করোনা আক্রান্ত রোগীদের ফ্রি অক্সিজেন সেবা দেয়া শুরু হয়েছে। গতকাল দুপুরে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যবিভাগের সিলেট বিভাগীয় পরিচালক ডা. হিমাংশু লাল রায়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন। মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তির সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার। অনুষ্ঠানে প্রধান অতিথি সিলেটের করোনা পরিস্থিতি তুলে ধরে বলেন, সাম্প্রতিক সময়ে করোনা সংক্রামণের হার বেড়েছে। একজন মুমূর্ষু করোনা রোগীর সবচেয়ে বেশি প্রয়োজন হয় অক্সিজেনের। কিন্তু হঠাৎ করে অক্সিজেন পাওয়া যায় না। এ অবস্থায় মুমূর্ষু রোগীকে হাসপাতালে নেয়ার আগ পর্যন্ত অক্সিজেনের প্রাথমিক সুবিধা দিতে সিলেট মহানগর যুবলীগের এই মানবিক মহতি কার্যক্রম শুরু করা হয়েছে যা অত্যন্ত প্রশংসনীয়। বিশেষ অতিথির বক্তব্যে সিলেট জেলা পুলিশ সুপার ফরিদ উদ্দিন পিপিএম বলেন, মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর থেকে সিলেট মহানগর যুবলীগের বিভিন্ন মানবিক কার্যক্রম আমার দৃষ্টিগোচর হয়েছে, তাদের এই মানবিক কার্যক্রমের অংশ হিসেবে অক্সিজেনের সংকটকালে তাদের এই ফ্রি অক্সিজেনসেবা অনেক মুমূর্ষু রোগীর জীবন রক্ষা করতে সাহায্য করবে। সভাপতির বক্তব্যে সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি বলেন, করোনা রোগীদের অক্সিজেন প্রয়োজন হলে ০১৭১১-৪৬৮৪৫৩ ও ০১৭১১-৯৭৫২৯৭ নম্বরে যোগাযোগ করলে আমরা অক্সিজেনসেবা পৌঁছে দিতে পারবো। এ সময় সিলেট মহানগর যুবলীগের নেতৃবৃন্দ ও ২৭টি ওয়ার্ড যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মহানগর যুবলীগের বিপুলসংখ্যক নেতাকর্মী স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত ছিলেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status